আমাদের কথা খুঁজে নিন

   

ইস্যু টিপাই.... ভয় নাই... জয় চাই -৭১ এর চেতনায়



টিপাই বাধ নিয়ে সারা দেশের মতো ব্লগেও বহুমতের বহু ভাগ!!! তা হতেই পারে। বহু মতেই গণতন্ত্র! টিপাই এবং ল্যাম্পপোষ্ট ইস্যুতে ব্লগে পাতার পর পাতা গেছে। যুক্তি, খন্ডন, আক্রমন, পাল্টা আক্রমন, কু যুক্তি, ফ্যালসি.. সবকিছুরই বণ্যা বয়ে গেছে। তাও ভাল সত্য পেতে হলে আগুনে পুড়েই খাটি হতে হয়। টিপাই বাধ নিয়ে জটিল সমীকরনের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এর মূল আবেদন।

তর্ক আর বিশষজ্ঞ সুলভ তথ্যে ভীড়ে সাধারন আবেগটা ঢেকে যাচ্ছে (এটা আমার মনে হলো) তাই খুব সাধারন ভাবে বলতে ইচ্ছে হলো.. অতশত বুঝি না। এই বাধ হবে না। এটা হতে দেওয়া যাবে না ব্যাস। এর বাইরে যে বা যারা তাদের যুক্তির পাহাড় ঠেলে সত্য আমাদের দরকার নেই। ৭১ এও পাকিদের যুক্তির পাহাড় ছিল।

আবেগ আর সত্য তা চুড়মাড় করে দিয়েছে। জয় আমাদেরই হয়েছে। এখানেও আমরা শুধু এই সরল সত্যটাই বুঝতে চাই আমাদের দাবীতে আমাদের বিজয়ী হতে হবে। আর যারা জুজুর ভয় দেখায় তাদের জন্য করুনা আর সেই হিজড়ার বাচ্চা না হবার আক্ষেপে চ্যালেঞ্জ নেবার কথা মনে হয়... যা মানুষের আবার বাচ্চা হয় নাকি? আপনারা কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.