আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা, প্রেম, বিবাহ ও নারী সম্পর্কে- গুণীজন কত কি বলেরে!!!

সুখ নাই কে বলছে। মনের সুখ ই দেহের সুখ! # পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এইজন্য তো বিবাহ । -রবীন্দ্রনাথ ঠাকুর # স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। -রবীন্দ্রনাথ ঠাকুর # মেয়েরা অল্প কারণে কাদতে জানে এবং বিনা কারণে হাসতে পারে, কারণ ব্যতীত কার্য হয় না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে । -রবীন্দ্রনাথ ঠাকুর # গরিব লোক যদি ধনী বিয়ে করে তাহলে সে স্ত্রী পায় না, পায় একজন শাসক ।

-আলেকজেনড্রেডেস # মন আর ঘড় ভাঙতে স্ত্রীলোক যত পটু, পুরুষ তত নয় । -চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় # নারী হেসে উঠার আগ পর্যন্ত পৃথিবী ছিল বিষন্ন, বাগান ছিল জঙ্গল আর পুরুষ ছিল সন্ন্যাসী। - ক্যাম্পবল। # মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না, কেননা আপনি জানেন না আর একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে। - জিলেন বাগেন।

# বিয়ে একটি জুয়া খেলা - পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ। - মাদ সোয়াজেন। # বিবাহর সময় বাহ্যিক সৌণ্দের্যে ভুলোনা , অন্তরের সৌন্দর্যের সন্ধান নাও। - আর,বি,লান্ডারস # মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা করে বিয়ের পরে। - একটি পোলিশ প্রবাদ # প্রেমের মদ্ধে ভয় না থাকলে রস নিবিড় হয়না।

- রবী ঠাকুর (অরুপ রতন) # প্রথমে যদি কাউকে খারাপ লাগে , তবে নির্ঘাত তাকে ভাল লাগবে পরে। -দয়ভস্কি # যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা। - অস্কার ওয়াইল্ড # জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক। ।

একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। । আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। -সেক্সপিয়ার # তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।

আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না। -রবীন্দ্রনাথ ঠাকুর # আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না । -জোসেফ কনরাড # সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না। -নিমাই ভট্টাচার্য নীতি কথা শুনে লাভ নাই। আপনি যদি ছেলে হন, তাইলে ভাই ধরা।

তার চেয়ে ভালো গান টা শুনেন! (সংকলিত)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.