আমাদের কথা খুঁজে নিন

   

আমরা সবাই দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত,

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আমরা সবাই দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত, আমরা দুনিয়ার প্রশংসা সবাই পছন্দ করি, একজন আরেক জনকে সকাল থেকে রাত পযন্ত বিভিন্ন ঘরে বাইরে ফেসবুকে বা মিডিয়া ও অন্যন্য সকল কাজে র্কমে প্রশংসা করে থাকি । কিন্তু আমাদের আসল মালিকের দেওয়া সকাল থেকে রাত পযন্ত-খাওয়া দাওয়া থেকে শুরু করে সারাদিন যে সব নিয়ামত ভোগ করি তার প্রশংসা কি এক বার করি সেই পালনকর্থার কাছে ?।তাছাড়া সরাদিন দুনিয়ার সুখের জন্য সকাল থেকে রাত পযন্ত কতকা...জ সম্পুন্ন করি, সারা দিন/রাত থেকে মাত্র ৫০মিনিট সময় বের করে আমাদের পালন কর্থার হকুম ও পরকালের এবং কেয়ামত থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর বেধেঁ দেওয়া পাচঁ ওয়াক্ত নামাজ কি আদায় করেছি ? যেখানে সবাইকে যেতে হবে এবং সেখানেই সবার হিসাব নিকাশ শুরু হবে ।। প্লিজ কারো মনে যদি আমার এই লেখাটাই আঘাত লাগে আমাকে ক্ষমা করবেন ।।আর ভাল লাগলে মন্তব্য কিংবা লাইক দিবেন ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.