আমাদের কথা খুঁজে নিন

   

গৃহত্যাগী জোছনা

যুদ্ধের বাজারে ভালোবাসার বিকিকিনি হলে আর কাঁদবোনা। কংক্রিটের এই শহরে হৃদয়হীন মানুষের ভীড়ে আমিও হারিয়ে যাবো... জোছনার মাদকতা ষ্পর্শ করার জন্যে, আকাশের পানে বাহু মেলে থাকি নির্নিমেষ; জোছনারা বলে সময় হয়নি এখনো, গৃহত্যাগী হবার মতো সাহস কি আছে? আমি থাকি নিরুত্তর--- রুদ্ধ কন্ঠ চিড়ে একটি কথাই পরিস্ফুট হয বারংবার, আমি গৃহবন্দী। আকাশের জোছনারা স্নিগ্ধ ঘোরলাগা মাদকতা ছড়ায় থেকে থেকে। আর আমি অপেক্ষা করি গৃহত্যাগী হবার।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।