আমি সেই উঁচু ডালে তে আটকে যাওয়া ঘুড়ি ছাড় ছাড় ছাড় আর এক বার আকাশটা তে উড়ি, তবে ছাড়া ছাড়ি নেই এই বন্ধিত্বেই তার ব্যর্থ দোলাদুলি | আমি সেই উদ্দাম হাওয়া ঝড়ের বেগে দৌড়ে এসে স্ব জোরে কপাটে বাড়ি খাওয়া, যার কোথাও প্রবেশাধিকার নেই মুখের উপর গৃহকর্ত্রীর জানালা আটকে দেওয়া ই যার ভাগ্যে লেখা | আমি সেই মধ্য রাতের জোছনা যাকে দেখে সবাই গৃহত্যাগী হতে চাই খোলা প্রান্তর ডাকে অনবরত আয় আয় আয় তবে কেউ আসে না, গভীর ঘুমে সঙ্গী হয় তাদের শুধু ই গৃহত্যাগী হবার উচ্চকাহ্মী বাসনা |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।