আমাদের কথা খুঁজে নিন

   

বিষয় বাংলা-বলদ!!!



বাংলালায়ন ব্যাবহার করছি অনেক দিন থেকেই, মাঝে মঝে কিছু ঝামেলা করলেও স্পিড মোটামোটি খারাপ ছিলো না। কিন্তু ইদানিং যা শুরু করছে তা নিয়া চিন্তায় আছি। আগে বাসায় বিল দিয়া যাইতো দুইমাস ধইরা সেইটা বন্ধ। এখন ইমেইলে বিল পাঠায় (খারাপ না), এই জীবনে একবারেও বাংলালায়নের কাষ্টমার কেয়ারে ফোন দিয়া কোন জবাব পাই নাই, লেটেষ্ট গত কয়দিন ধইরা ইমেইলে হুমকি দিতাছে "Kindly restrict the usage to avoid disconnection", অথচ গত দুইদিন বলতে গেলে নেট তেমন কোন ইউজ করা হয় নাই। বাংলালায়নের নতুন সার্ভিস সেল্ফ কেয়ার, দেখার পরে মেজাজটা চরম খারাপ হইয়া গেল, কোন বলদ যে এইটা বানাইসে, সব একাউন্টের পাসউয়ার্ড ১২৩৪৫৬, বলদে আবার পাসউয়ার্ড চেন্জের কোন উপায় দেয় নাই। বাংলা-বলদ নিয়া ভয়ে আছি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.