বাঙলা কবিতা বা ঙ লা য় ন : র হ মা ন হে ন রী ------------------------------- তাদের গল্প / স্টুয়ার্ট ডাইবেক ------------------------------- গল্পের প্রায় শেষপ্রান্তে পৌঁছে গিয়েছিলো ওরা। গল্পের অগ্নির মতই সেই আগুন নিঃশেষিত হচ্ছিলো। ওল্টানো প্রতিটি পৃষ্ঠা ছিঁড়ে যাচ্ছিলো আর হচ্ছিলো বিবর্ণ অগ্নিস্পর্শে, যতক্ষণ পর্যন্ত না সেই গ্রন্থের প্রতিটি অক্ষর পুড়ে ধ্বসে পড়ছিলো অনির্মিত এক ভস্মশয্যায়। কাষ্ঠচামচের ফলবন থেকে প্রজ্জ্বলিত হচ্ছিলো আর্দ্রতা, সেদ্ধ হচ্ছিলো বরফ, গ্রামফোনে পুরনো হাওয়ারও সেই দশা, একই দশা প্রাচীন ক্ষতগুলোর। কেটলির নীল চাকতি বার বার নড়ে উঠছিলো, যতক্ষণ না উপকথার সাথে সম্পূর্ণ ফুটে যায় তমসা-তরল আর বাষ্পাচ্ছাদিত হবার আগে আয়নাগুলো তুষারমুক্ত হচ্ছিলো দ্রুত এবং স্বপ্নেরা ঝনৎকার তুলছিলো কেরোসিন চুলার নল ও বৃহৎ হাতা-নির্মিত বর্মগুলোতে। কোণায় থাকা বুটগুলো লাত্থি হাঁকাচ্ছে তাদের ঘুমে। জিজ্ঞাসা চিহ্নে লটকানো একটা জ্যাকেট ঝুলছে। __________ [ Their Story By Stuart Dybek Source: Poetry (June 2012). ] __________ স্টুয়ার্ট ডাইবেক: ১৯৪২ সালে, শিকাগোতে জন্ম নেয়া আমেরিকান ভাষাশিল্পী ও কবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।