যুদ্ধাপরাধ করে যারা ক্ষমা পেয়েছে তারা তো একটা সময় অতিক্রম করে এসেছে ।
আবার এখন যারা পুনরায় বিচার চাইছে তার প্রকৃত কারনটা কি তা তলিয়ে দেখ দরকার।
যারা বিচার চাইছে তারা মূলত কোনঠাসা হয়ে প্রাণপণে জীবন বাঁচনোর জন্য এমন জোরে চিল্লাচ্ছে।
পাকিস্তানী হানাদারদের দোসর ছিল এই অভিযোগে যারা যুদ্ধাপরাধের মতো কঠিন বিচারের সম্মুখীন হওয়ার আশঙ্কায় শঙ্কিত তারা নিজেরা ভাল করেই জানে তারা কি করেছিল
তার চেয়ে বরং এখন দেখা দরকার যারা মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু স্বার্থান্বেষীদের কথা শুনে শুনে তাদের রক্ষা করতে মরিয়া।
এরাই বরং বেশি ভয়ংকর।
যারা লড়াই বা গৃহযুদ্ধের কথা বলে তারা জানে তারা কাদের মারতে চায়।
তারা তো মুর্খের মতো তাই ভাবে যে তাদের শত্রুদের (কাল্পনিক) হত্যা
করতে পারলে কতোইনা ভাল হবে।
কথায় বলে নিজের বুদ্ধিতে রাজা, পরের বুদ্ধিতে জোলা (বোকা)
পরের পরামর্শে আমরা কে কি করছি সেটা বুঝতে পারলে ভাল হতো ।
কিন্তু আমার ধারনা আমরা তাই করে যাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।