আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সন্তানরা তাদের স্কুল লাইফেই তাদের পিতা কে হারাবে।

মনের কথা ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী ফলাফলটা কিন্তু খুব খারাপ হতে পারে। এটা নিঃসন্দেহে একটা সামাজিক বিপর্যয় ডেকে আনবে। আমাদের দেশে life span usually 60 years. এখন ছেলেরা বিয়ে করসে ৩০ অথবা ৩৫ years এ। এরপর সন্তান হতে আরও দুই বসর তাহলে দারাই গড়পরতা ৩৩ বৎসর। এরপর সেই ছেলে বা মেয়ে বড় হবে, স্কুল এ ভর্তি হবে। স্কুল লাইফ অন্তত ১৭ তাহলে দারাই avg. কম করে হলেউ ৫০. আর এর সাথে যোগ করতে হবে বর্তমানের সব ভেজাল খাবার, অসুস্থ life style, মানসিক stress from daily life, job, money etc related. তাইলে সব হিসাব করে life span ৫০ এর বেশী আর ওঠে না। তাই চরম বিপর্যয়ই, আপনার সন্তানকে আপনি নিজেই অনাথ বানায়ে দিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.