কুঁড়িয়ে তোলা বকুলের গন্ধে হয়ে যায় বিমোহিত এ মন; এতটুকু সুখের কথার ছন্দে পরম সুখ খুঁজি কিছুক্ষণ। অতিবৃষ্টির জলে বন্যা অসহায়ের দুখ, আর না,আর না; মনের ভালোবাসার বন্যা একটু বেশি কেন ছোঁবে না! প্রস্ফুটিত ফুলের দোলায় সুখাচ্ছন্ন হয়ে যায় মন; ভালোবাসার মনের দোলায় মোহাচ্ছন্ন হই সারাক্ষণ। গোধূলির আবিরে রাঙ্গা হয় নীল দিগন্ত, উজলা; ভালোবাসার আবিরে রাঙ্গা হয় জীবন-সুখে' পথচলা। কল-কল রবে বয়ে যায় নদী মাটির বুক চিরে ঐ কোন সুদূর! ভালোবাসার আবিরের খেলায় রাঙ্গিয়ে দেয় প্রাণ,কতো না সুমধুর। -------- জুন-৩, ২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।