আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনা যাবে পাবনা।

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ... এখন ভাবিনা কোন কিছুই ভেবেছি হয়তো অনেক ভাবনায় মেলেনা কুসুমিত আশা ঝরে পড়ে শুধু ঝরে পড়ে অবিরত ফ্যাকাশে ঝরা ফুলের মতো। ভাবনার বিষয় ছিল অনেক তবু আটকে ছিলাম একটি বৃত্তে চক্রাকারের মতো শুধু একটি বৃত্তে প্রবঞ্চনা যার মূল সত্ত্বা। পদদলিত হয়েছে অনুরক্ত ভাবনা যত্ন করিনি তুচ্ছ করেছি অত্যাচারে। অহংকারি সম্রাজ্ঞীর মতো, চাবুকের কষাঘাতে ক্ষতবিক্ষত করেছি শুভাকাংখিত ভাবনার শতদলকে। দিনে দিনে হিংস্রতার ভীড়ের ভারে চাপা পড়েছে নুয়ে পড়েছে যা ভাববো বলে ভেবেছিলাম। এখন ক্লান্ত শ্রান্ত ভাবুকের মতো হাতরে বেড়াই ভাবনার ডালি। তবু মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠে ভাবনা নামের কীট পতঙ্গের জন্জাল হানা দেয় হৃদয়ের গভীরে না না এখন আর ভাবিনা কিছুই কালের মরিচায় ঢাকা পড়ুক সকল ভাবের ভাবনায়।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।