স্বপ্ন আছে তাই বেচে আছি ।
।
।
।
।
।
১.
আনেক দিন হয় সূর্য দেখি না,
সূর্যে লেগেছে গ্রহণ।
চাইছি সূর্য
চাইছি এখন,
যুবা রক্তে যে
আগুন প্রয়োজন।
২
নিজের কাছে নিজেরই লজ্জা
প্রতিবাদী হয়ে দাড়াতে দেয়নি
ক্ষয়ে যাওয়া অস্থি মজ্জা।
শিশ্ন আমার ঠিকই দাড়ায়
শিলারা যখন যৌবন বিকায়।
৩
কামরূপ কামাক্ষায়,
কুলাংগার কান্ডারীর কর্মকান্ড
আর কুজনে কৃতজ্ঞতা,
সবই আমার কানে
কাম শীৎকারের মতো বাজে
আমি কুকড়ে যাই
নপংশুকের মতো ।
৪
কেড়ে নেয় সুরমার জল
লুটে খায় সুরমার জল।
তাতে কি?
মাতৃদুগ্ধের আর নেই প্রয়োজন
তাদের কামে ভেজা ঘামে
হবে তৃষ্ণা নিবারণ।
৫
নিচ্ছো যখন নাও,
সব লুটে নাও
বিবস্ত্র করে
চেটে পোটে খাও
বলবোনা কিছু
আমাকে শুধু বাচতে দিও।
প্রতিটি রাতের
রতিক্রিয়ায়।
আমাকে শুধু বাঁচতে দিও।
আমি ভালো লিখতে পারি না।
নোমান ও নিশার সাথে লিখতে পেরে অনেক ভালো লাগছে।
ভাবনা ও অশ্লীল ভাবনা- ১.০১ (অনুকাব্যে প্রতিবাদ)
ভাবনা ও অশ্লীল ভাবনা ১.০২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।