আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনা ও অশ্লীল ভাবনা ২.০৩

স্বপ্ন আছে তাই বেচে আছি ১ বিবেকেরা আজ নিয়েছে ছুটি, জনতারে করে দাবার গুটি সব শালা খায় দেশটা লুটি তবু বেশ্যা বলে তার ভালবাসাই খাঁটি, রাজাকারের বুকে ঘুমায় রঙ্গীলা নটি, আহ্ কি দারুন জুটি, বিশ্ব বেহায়ার জীবন সে যেন গল্প চটি, শ্রেনী বৈষম্য বিরোধীরা আজ শ্রেনী বৈষম্যের পার্টি। জ্ঞান পাপীদের হাতে তেলের বাটি, সুযোগে করে পা চাটা চাটি, চোরের হাতে আইনের লাঠি। মুক্তি চেয়ে কাঁদে আজ দেশের মাটি বলো কোন পথে হাটি বলো কোন পথ খাঁটি কোন পথে মুক্তি পাবে মা ও মাটি। ২. বইয়ের পাঁজর ভাঙ্গা জ্ঞানে শৈল্পিক শব্দ চয়নে চাই না তোর আসমানি বানী। চাই আধিকার আদায়ে, রাজপথে দৃড় পায়ে,প্রতিজ্ঞাবদ্য হাতে, চাই স্লোগানে স্লোগনে মুখরিত মিছিলে, রক্তে কাঁপন জাগানো হুংকার।

ইতিহাস বলে, যুবা শক্তিই বাংলা মায়ের অহংকার। ৩. সরক্ষন নয়, সুশীলেরা যোনীদ্বারে শুধু বৈধ-অবৈধ অনুপ্রবেশের পথ খুঁজে হয়তোবা এ কারনে ট্রানজিটের নামে রইলো তারা মুখ বঝেু। যোনীদ্বরে প্রবেশের আনন্দের চেয়েও আমার কাছে জরুরী নৈতিকথা, তাই ট্রানজিট নিয়ে বলি কথা। আর সুশীলদের নীরবতা, আমার প্রতিবাদী ভাষায় জুড়ে দেয় শুধুই অশলীলতা । ৪. কামাতুর কুকুর-কুকুরীদের কাম লীলায়, লোক লজ্জা থাকে না, তবে মৌসুম থাকে দাদা-আপার তাও থাকে না।

নীরবের আলাদা পোষ্ট দেয়ার কথা ছিলো, কিন্তু গত কালই সে আবার অসাধারন সিরিজ গপ্ প শুরু করছে। তাই তার লেখা আমার ব্লগে দিলাম ১. লাল ঠোঁটের দীর্ঘ মুগ্ধ এক চুমু, ঠোঁটের এক কোণে স্বর্গীয় মধু অন্য কোণে যেতে যেতে শেষ হয়ে যাবে আন্দোলনের ভীষণ রাত্রি, তবু তোমার ঠোঁটে ঠোঁট রেখে আমি নিষিদ্ধ হবার আয়োজন করেছি শুরু। ২. চোখের ভাষায় মন পোড়ালে দেহের ভাঁজে চোখ জুড়ালে চুলের কারুকার্যে ঢেউ তোমার প্রেমে রাখঢাকের দামামা বাজালে হিংস্র কামনার শেষ বিকেলে কেবল ভুল গোলাপের পাপড়ি ফেরালে। প্রচ্ছদঃ সাদিয়া সুলতানা ভাবনা ও অশলীল ভাবনা ২.০১ ভাবনা ও অশলীল ভাবনা ২.০২  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।