আওয়মী লীগের সংসদ সদস্য অপু উকিল বিএনপির সভানেত্রীর পরিচয় নিয়ে কটাক্ষ করতে গিয়ে টেনে আনেন সিদ্দিক সালেকের নাম। কিন্তু কে এই সিদ্দিক সালেক? আর কেনইবা আওয়ামী লীগের একজন নেত্রী হয়ে পাকিস্তানের সেনা কর্মকর্তাকে টেনে আনলেন অপু?
আগে আছি সিদ্দিক সালিকের পরিচয়ে। জন্ম পাকিস্তানে। ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল। সিদ্দিক সালিক সামরিক জান্তা জিয়াউল হক সরকারের সামরিক বাহিনীর জনসংযোগ কর্মকর্তা ছিলেন।
একজন জনসংযোগ কর্মকর্তা হিসেবে তিনি জানতেন কিভাবে কোন তথ্যকে বিতর্কিত করা যায়, বৈধ করা যায় কিংবা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা যায়।
এই যোগ্যতার উপর আস্থা রেখেই সামরিক জান্তা জিয়াউল হক তাকে ১৯৮৫ সালে ‘মিডিয়া মিনিস্টার’ হিসেবে নিয়োগ দেন।
মৃত্যুর আগ পর্যন্ত মোট নয়টি বই লেখেন। এরমধ্য উর্দু ভাষায় ছয়টি ও ইংরেজী ভাষায় তিনটি। সিদ্দিক সালিকের বইয়ের রেফারেন্স: http://www.notun-din.com/?p=3512
যদিও অপু উকিল ‘ইন্দো-পাকিস্তান ওয়ার অব ১৯৬৫’ নামের একটি যে বই থেকে উদ্ধৃত করে খালেদার জন্ম পরিচয় সংসদকে জানান, সেই নোমে কোন বই আছে কিনা, তা অনেকের সন্দেহের বিষয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।