আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানের জয়

আজ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী অধিনায়ক মোহাম্মদ হাফিজের অলরাউন্ডিং পারফরমেন্সে জিম্বাবুয়ে হেরেছে ১৯ রানে। এর আগে হাফিজকে নিয়ে ওপেনার আহমেদ শেহজাদের দুর্দান্ত জুটিতে এক উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে পাকিস্তান।

হারারের স্পোর্টিং ক্লাবে টসে জিতে ফিল্ডিং নিয়ে জিম্বাবুয়ে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় দলীয় ৩৬ রানে। নাসির জামশেদ ব্যক্তিগত ১৭ রানে সাজঘরে ফেরেন।

পরের জুটিতে শেহজাদকে নিয়ে ৮৬ বলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হাফিজ।

পাকিস্তান অধিনায়ক ষষ্ঠ টি-টোয়েন্টি ফিফটির দেখা পান ৩৬ বলে। অপর প্রান্তে ঝড়ো ইনিংস খেলতে থাকেন শেহজাদ। প্রথম ম্যাচে ম্যাচজয়ী পারফরমেন্স করা এই ওপেনার দ্বিতীয় ম্যাচেও দারুণ খেলেছেন। অপরাজিত থাকলেও একটি আক্ষেপ থেকে গেছে তার। দুই রানের জন্য অভিষেক শতকটি পাননি শেহজাদ।

৬৪ বলে ছয়টি করে চার ও ছয় হাঁকিয়ে ৯৮ রান করে অপরাজিত ছিলেন শেহজাদ। হাফিজের ব্যাট থেকে এসেছে হার না মানা ৫৪ রান।

জিম্বাবুয়ের সামনে দাঁড়ায় পাহাড়সম লক্ষ্য। হ্যামিলটন মাসাকাদজার সঙ্গে ৫০ রানের উদ্বোধনী জুটি গড়ে হাফিজের শিকার হন ভুসি সিবান্দা (২৩)। দলীয় ৯৫ রানের মধ্যে আরও দুটি উইকেট নেন হাফিজ।

সফরকারী অধিনায়কের কাছে উইকেট বিলিয়ে দেন স্বাগতিক অধিনায়ক ব্রেন্ডন টেলর (৩) ও মাসাকাদজা (৪১)।

এরপরই লক্ষ্যচ্যূত হয়ে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা। শেষদিকে এলটন চিগুম্বুরার ১৯ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসও দলকে জেতাতে পারেনি।

হাফিজ তিনটি ও জুলফিকার বাবর দুটি উইকেট দখল করেন।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.