আমাদের কথা খুঁজে নিন

   

হুজুররা ধর্মের ব্যাখ্যায় ভাল কথা বলে উপদেশ দিলে তিতা লাগে!!! নে এবার পুলিশের ডাণ্ডা সামলা।

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন কিছু মানুষ পবিত্র শবে বরাত উপলক্ষে ভাল (নামাজ, জিকির, দোয়া, দান-খয়রাত) কাজের বিপরীতে উল্টো বিভিন্ন খারাপ কাজে (গান বাজনা, পটকাবাজি, চিৎকার, হইহুল্লা) লিপ্ত হয়ে অন্যদের ক্ষতি করে। ছোটকাল থেকেই বহুবার শুনে আসছি হুজুর ও মসজিদের ইমামরা খুব সুন্দর করে, নরম ভাষায়, বিভিন্ন যুক্তি দিয়ে এইসব খারাপ কাজের বিরুদ্ধে অনেক বক্তব্য ও পরামর্শ দিতে। অনেকে বিরিত থাকলেও কিন্তু কিছু দুষ্ট আছে যাদের ডাণ্ডা না দিলে তাঁদের কানে ভাল কথা ঢুকে না। কিন্তু হুজুররাতো আর ডাণ্ডা দেয় না বা দিতে পারে না... তাই ডিএমপি এর ঘোষণাকে স্বাগত জানাই। আশা করি ধর্মের ভাল কথায় না হোক অন্তত পুলিশের ডাণ্ডার ভয়ে হলেও এসব দুষ্টরা এসব বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকবে। *** নিউজঃ পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত চিত্কার করা, আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে । ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, আগ্নেয়াস্ত্র, তরবারি, বর্শা, বন্দুক ছুরি বা লাঠি, প্রকাশ্যে চিত্কার করা, গান গাওয়া বা বাদ্যযন্ত্র বাজানো, জনসমক্ষে উচ্চস্বরে বক্তৃতা দেয়া, ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করা এবং ছবি, প্রতীক প্ল্যাকার্ড বা এমন অন্য বস্তু বা জিনিস প্রস্তুত, প্রদর্শন বা বিতরণ করা, শালীনতা বা নৈতিকতা বিবেচনায় ক্ষতিকর কিংবা রাষ্ট্রের নিরাপত্তা ব্যাহত করে ও অন্যান্য ক্ষতিকারক দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। ***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.