আমাদের কথা খুঁজে নিন

   

পোশাক শ্রমিক জুলেখা: “হুজুররা বললেই তো হবে না। ওনারা তো আর ঘরে খাওন পৌছায়া দিবেন না।”

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। তেজগাঁর হা-মীম গ্রুপের দ্যাটস ইট ফ্যাশনে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছেন টাঙ্গাইলের জুলেখা খাতুন। হেফাজতে ইসলামের কর্মক্ষেত্রে নারীর অবাধ বিচরণ রোধের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, “নিজে ইনকাম করি বলে পরিবারের সবার কাছে আমার একটা দাম (মূল্যায়ন) আছে। স্বামী, ছেলে-মেয়ে সবাই আমার কথার দাম দেয়।

হুজুররা বললেই তো হবে না। ওনারা তো আর ঘরে খাওন পৌছায়া দিবেন না। ” পোশাক খাতে নারী শ্রমিকদের সহকর্মী পুরুষরাও মনে করেন যে হেফাজতের এই দাবি ‘অবাস্তব’। শিক্ষাক্ষেত্রে গত কয়েকবছর ধরেই পুরুষের চেয়ে এগিয়ে রয়েছে নারীরা। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারেও এর প্রতিফলন ঘটেছে।

৭৮ দশমিক ৬৭ শতাংশ পাসের হারের মধ্যে ছাত্র ছিল ৭৮ দশমিক ২৩ শতাংশ এবং ছাত্রী ৭৯ দশমিক ০৯ শতাংশ। এছাড়া মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা সমাপনীতে ছাত্র ও ছাত্রীর পাসের হার প্রায় সমান। এখন এনজিও বলেন, গার্মেন্টস বলেন স্কুল-কলেজ বলেন, সর্বক্ষেত্রেই প্রচুর মেয়ে কাজ করছে। এই অবস্থায় হেফাজতের এই দাবির তীব্র বিরোধীতা করছে সবাই। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের নারী শ্রমিকরা প্রচণ্ড ক্ষুব্ধ হেফাজতের দাবি নিয়ে, যা গত শনিবার মতিঝিলের সমাবেশ থেকে তোলা হয়েছে।

হেফাজতের ১৩টি দাবির চতুর্থটি হচ্ছে- ‘ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যাভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে’। নারীবিহীন ওই সমাবেশে নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিও জানানো হয়। শুধু তাই নয়, নারীদের নিয়ে তাদের মনোভাবের প্রকাশও ঘটে নারী সাংবাদিকদের ওপর হামলার মাধ্যমে। তবে নারীদের ছাড়া যে পোশাক খাত চলবে না, তা পোশাক শিল্প মালিকদের কথায় স্পষ্ট। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “ওরা (হেফাজতে ইসলাম) চাইলেই আমরা নারী কর্মীদের বাদ দিতে পারব না।

কারণ ৮০ শতাংশ কর্মী নারী হওয়ায় প্রায় সব গুরুত্বপূর্ণ কাজগুলোই তারা করে। ” তার মতে, পোশাক খাত গরিব নারীদের উপার্জনের মাধ্যমে ‘পুরুষশাসিত’ অবস্থা থেকে স্বনির্ভরতা এনে দিয়েছে। এখন আমাদের দেখার বিষয়, কি হয় সামনে!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.