আমাদের কথা খুঁজে নিন

   

হুজুররা ব্লগের কি বোঝেন? ব্লগ না বুঝেই সমাবেশ ডাকছে?সব ব্লগার কে নাস্তিক বলছেন?তামাশা করার জায়গা পায় না হুজুররা...

হুজুররা ব্লগের কি বোঝেন? ব্লগ না বুঝেই সমাবেশ ডাকছে?সব ব্লগার কে নাস্তিক বলছেন?তামাশা করার জায়গা পায় না হুজুররা... ১... কৃষকের কাছে আগাছার দাম নাই। কারণ কৃষকের কাছে ফসলেই বৃক্ষের পরিচয়। এখন কিভাবে আগাছা হয় কেন হয় এতসব বিজ্ঞান কৃষক ভাইয়ের জানার প্রয়োজন নাই,সে আগাছা চিনে ছেটে ফেলার জ্ঞান থাকাই কৃষকের জন্য যথেষ্ট । তেমনি ..... ২... আলেমদের ব্লগের নলেজ নিয়ে প্রশ্ন উঠেছে?তারা ব্লগই বোঝেন না...আবার নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন করছেন। কথাটা পুরোপুরি সত্য নয়...অন্তত যারা নেতৃত্বে আছেন তারা অবশ্যই ব্লগ সম্পর্কে জানেন এবং অনেকে ব্লগিং ও করেন।

এছাড়া qawmee.com নামে একটি ইসলামিক ব্লগ সাইটও পরিচালনা করেন কওমি মাদ্রাসার ছাত্ররা। কিন্তু অধিকাংশ সাধারণআলেম- ছাত্র এবং এদেশের সাধারণ জনগণ ব্লগ খায় না বস্তায় বিক্রি হয় তা জানেন না । কিন্তু ব্লগে আল্লাহ-রাসুল-ইসলামের নামে জঘন্য কটুক্তি- অপপ্রচার চালিয়েছে কিছু তথাকথিত সুশীল-বাকস্বাধীনতা,নিরপেক্ষতার আদর্শধারী ব্লগার,এটা জানাই মুর্খ জনগণের জন্য যথেষ্ট। যারা লং মার্চকারীদের ব্লগ-ইন্টারনেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন তাদের নমস্য প্রগতিশীলতার জনক(তাদের ভাষায়) লেলিন/মাও সেতুং এর বিপ্লবে অংশ নিয়েছিল গ্রামবাসী-কৃষক-দিনমজুর-শ্রমিক। তাদের কয় জন কার্ল মার্ক্স এর নাম জানত।

কয়জন কম্যুনিজমের তত্ব গুলে খেয়েছিল?তারা শুধু “সমধিকারের” আদর্শ শুনে অংশ নিয়েছিল এবং এই প্রযুক্তি-জ্ঞানে সব দিকে পিছিয়ে পড়া শ্রমিক শ্রেণীই পরিবর্তন এনেছিল। সেদিনের লং মার্চে আমাদের মত সচেতন প্রগতিশীল মানুষরা মত জ্ঞানের ভারে নুয়ে পড়া জনগণ আসে নি, এসেছিল সাধারণ মুর্খ মধ্যযুগীয়(!!) ধ্যান ধারণার সাধারণ শ্রমিক। সেকুলারিজমের উৎপত্তি-ইতিহাস কয় জন আজকের সেকুলার জানেন। মুক্তমনা হওয়া মানে বুঝেন ইসলামের বিরোধিতা ...। ইসলাম এর রীতি নীতি কে গালি গালাজ করা ,ইসলাম পন্থীদের ছাগু ট্যাগ দেয়া ।

অন্যমতের প্রতি তীব্র অসহিষ্ণুতা...নিজেকে স্বাধীনতার একমাত্র ধারক মনে করা । ৩... বাংলাদেশের স্বধীনতা সংগ্রামের ইতিহাস ৪০/৫০ বছরের না হাজার বছরের। এই স্বাধীনতা মুক্তচিন্তার ধারক সমাজ এর আলোচনা দেখে মনে হয় বাংলাদেশ এর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মাত্র ৫০/৬০ বছরের। বাংলা সনের ইতিহাস কয় বছরের। পহেলা বৈশাখ পালন করেন কেন?এটা ত হিজরি সনের সাথে মিল রেখে আকবর মিয়া চালু করেছিল।

এটা শুনে ত কইবেন আকবর একটা ছাগু। সামু তে ওর নিক ব্যান করা হোক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.