আমাদের কথা খুঁজে নিন

   

সাকা চৌধুরীর দখলে থাকা খামার বাড়ী দখলে নিল মূল মালিক।

বেপোয়া মানুষ সাকা চৌধুরীর অবৈধ দখলে থাকা ১৩ একর ৭০ শতাংশ জমি দীর্ঘ ১৩ বছর পর গত ১৯ জুন উদ্ধার করছে মূল মালিক কোদালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তালুকদার ও তার আত্মীয়স্বজন। জানা যায়, আব্দুল কাইয়ুমের চাচা মৃত আব্দুস সালাম ও ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান এর দ্বিতীয় অংশ থেকে ২৬ একর জায়গা জাল দলীলের মাধ্যমে সাকা চৌধুরীর সহধর্মিনী ফরহাত কাদের চৌধুরী ও ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এর নামে দখল করা হয়। এছাড়া আব্দুল কাইয়ুমের বাবা আব্দুল ওয়াহেদের পৈতৃক ১৩ একর ৭০ শতক ও পাশ্ববর্তী অন্য জায়গাসহ মোট ৫২ একর জমি ভুয়া দলীলের মাধ্যমে খামার বাড়ীতে পরিণত করেন। উল্লেখ্য কনভেনশন মুসলিমলীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর পুত্র সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধকালীন সময় থেকে লুটপাট, দখলবাজি করে অগাধ ভূ-সম্পত্তির মালিক হয়েছেন। যুদ্ধাপরাধীর বিচারের পাশাপাশি এই জবর দখলের বিচার হওয়া উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।