আমাদের কথা খুঁজে নিন

   

সাকা কি ভাবে পালাইলো

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নাটকীয় কায়দায় মঙ্গলবার গভীর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ছেড়ে যান স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী। ওই সময় কার্যালয় ঘিরে থাকা র‌্যাব-পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিও কমে যায়। এর আগে তিনি কার্যালয়ে বসে অনেকের সঙ্গে টেলিফোন ও মোবাইলে যোগাযোগ করেন। পরে বিরোধীদলীয় নেত্রীর ব্যবহৃত গাড়িতে করেই কার্যালয় ত্যাগ করেন সাকা চৌধুরী।

সাকাকে নিয়ে যাওয়া ওই গাড়িটি বিএনপি চেয়ারপারসনের ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ির সামনে গিয়ে থামে। রাতের বাকি সময় সেখানেই সাকা চৌধুরী ছিলেন বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। বুধবার সকালে এ বাসা থেকেই চেয়ারপারসনের ওই গাড়িতে করেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে পেঁৗছান সাকা চৌধুরী। বিমানের টিকিট আগেই কাটা ছিল। অল্প সময়ের মধ্যেই চট্টগ্রামগামী বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার রাতে এভাবেই গ্রেফতার এড়াতে সক্ষম হন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এই বহুল আলোচিত রাজনীতিবিদ। [পুরো খবর: Click This Link ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।