কারো জন্য ভাল কিছু করতে না পারলেও কমপক্ষে ক্ষতি করা থেকে তো বিরত থাকতে পারি পলাতক রাজাকার আজাদের ফাঁসির রায় হওয়ার পর একটা পোস্ট দিছিলাম। ১ম রায়টা আমার কাছে কেমন যেন মূলা ঝুলানো ব্যাপার মনে হয়েছিল।
Click This Link
এইবার দীর্ঘ অপেক্ষা আর প্রত্যাশার পর সবচেয়ে বড় মূলা পাইলাম মনে হচ্ছে। ৯১ বছরের বুড়ার জন্য ৯০ বছরের সাজা এর চেয়ে হাস্যকর ব্যাপার আর মনে হয় নাই। যাই হোক বেশি বললে আদালত অবমাননা হয়ে যায় তাই আর কিছু বলার ভাষা নাই।
হয়তো আরো কয়েক বছর পরে সাকা চৌধুরীর ১০০ বছর সাজা হতে পারে। আর কিছু না হল বাংলাদেশে একটা রেকর্ড তো হবে।
ভাবছিলাম পাকিস্তানের কাছে অনুরোধ করে তার জন্য গোরের জায়গা চাওয়া হবে। হইল তার উল্টা। গোলাম আজম পাকিস্তানিদের খেদমত করছে আর এখন বাংলাদেশী জেলাররা গোলাম আজমের খেদমত করবে।
ভাল তো! ভাল নাহ!!!
আইন ভালো বুঝি না। তবে প্রহসন বুঝি। জাতীয় মূল্যবোধ কম করে হলেও একটু বুঝি।
দেশের সর্বোচ্চ বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যদি এমন প্রহসন ক্ষেত্রে পরিণত হয় তাহলে আমরা আর কার কাছে প্রত্যাশা পূরণের জন্য আশা করতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।