তুমি বিন্দু হলে , আমি হব বৃও তোমার চার পাশে করে যাব নৃত্য । তুমি বীজগনিত হলে , আমি হব দুজনার ভালবাসায় রবে না ভয় ভিতি । তুমি ভগ্নাংশ হলে , আমি হব পূনসংখ্যা তোমার আমার মাঝে থাকবে না জটিল সংখ্যা । তুমি রম্বস হলে , আমি হব বর্গ এ দুনিয়াতে গরব মোরা ভালবাসার স্বর্গ । তুমি অন্তরফলন হলে , আমি সমাফলন এই পৃথিবী আঁকিয়ে দেখবে তারই প্রতিফলন । স্বপ্ন দেখি তাই বাধবো সুখের বাসা এই তোমার আমার জ্যামিতিক ভালবাসা । লেখেছেন আমি এবং আমার Friend সোরহাপ শাকিল রাসেল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।