কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
পথ হাঁটলেই পথিক হয় না;
পথ মেলে না।
সব পথ পথ নয়;
পথহারা পথিকও তো পথেই হাঁটে।
পথে পথে পথ খুঁজে কতো পথ হেঁটে
কতোজনই মাঝপথে পথে বসে,
হারায় পথও পাথেয়।
সব পথ গন্তব্যে পৌঁছে না;
গন্তব্য থাকলেও না।
পথ পথিককে পথ দেখাবে তেমন কথা নেই-
কখনো বা পথিকই তো পথকে নিয়ে যায় পিছু পিছু।
পথের বঙ্কিম সারল্য বোঝে না ইউক্লিড
জানে না, সরল পথ মাখেল সহজ পথ নয়
ঘুরপথও হতে পারে সহজ-সরল।
পথ এসে মিশে যায় পথে, পথ ভাগ হয়ে যায় পথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।