বাংলাদেশের রাজনীতি হলো একটা দু'মুখো সাপ, যে দিকে যাবেন সেদিক থেকেই কামড়াবে।
হঠাৎ করেই কি সব হয়ে গেলো বুঝতেই পারলাম না!!!
আমার খুব প্রিয় শিক্ষক মাঝে মাঝেই আমাদের একটি কথা বলতেন, "বিয়ে করা হলো একটি ভুল, আর প্রতিটা মানুষেরই জীবনে একবার এই ভুলটা করা উচিৎ। " আর তাই পূর্ব কোন ঘোষণা ছাড়াই বাসায় এই ভুল করার কথাটা বলে ফেললাম। আর আমাকে আমাকে অবাক করে দিয়ে সবাই রাজী হয়ে গেলো। আমি আর যাই কোথায়??? মেয়ে পূর্ব নির্ধারিত ছিলো ব্যাস্ করে ফেললাম জীবনের সেই জরুরী ভুলটা।
এমন ঘটা করে মানুষ ভুল করে তা যারা এখনো বিয়ে করেননি তারা বুঝতে পারবেন না।
তবে যাই ভুল হোক আর সঠিক হোক, আজ না হয় কাল বিয়ে করতেই হতো। সবাই দোয়া করবেন, যেন ভুল সিদ্ধান্তটাই আমাদের বাকী জীবন সুখময় করে তোলে।
বি:দ্র: যারা যারা এখনো ভুল করেন নাই তারা আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবেন, যাতে আপনারাও দ্রুত জীবনের এই জরুরী ভুল কাজটা করে ফেলতে পারেন।
ভালো থাকবেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।