যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে তুমি চোখ বুঁজে থাকো অন্ধকার ভেবে নিয়ে সাত রঙ্গা নাও খুঁজো অথবা চোখ হারাদের কষ্টে একটা প্রহর পার করো। তুমি চোখ বুঁজে যদি ব্যংগ করো এমন অসময়ে, এমন অসম সব চলার পথে, যদি ভেবে নাও,তুমি ঠিকই পরমাত্মায় বিলিয়ে দিয়েছো নিজেকে প্লিজ কাছে এসো না। আমি না হয় অন্ধ হয়েই পাড়ি দিব ডোবা-নালা-খাল-বিল, শুকিয়ে যাওয়া হাওরের নদী, একলাই কুড়াবো শাপলা শালুক, মায়াবী অক্ষিকোটরে আলো হয়ে জ্বলবো। তাও একবার যদি চোখ বুঁজে নিতে, একবার আড়িয়লের উত্তপ্ত জনস্রোত যদি মনে রাখতে, একবার যদি বুঝতে একবার যদি বুঝে নিতে শংখচুড়ের নিষ্ঠুর দংশন, আমি এইখানে ভালো থাকতাম আমৃত্যু জীবনে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।