আমাদের কথা খুঁজে নিন

   

আইচ্ছা কইনচান দেহি!!!!

শান্তির জন্য সংগ্রামী আমি একজন সম্মানিত ব্লুগারের দ্বারা গবেষিত, লিখিত, সামুতে প্রকাশিত এবং অপর ব্লগারদের জন্য অবশ্য পঠিত ব্লগে একখানা মন্তব্য করেছিলাম। আমি নতুন মা্নুষ মানে নতুন ব্লগার! সেজন্য বুঝিনি কিমতে কি করতে হয়। তাই ব্লগ পড়ে এবং বহুকস্টে চক্ষুদ্বয় স্থির রেখে অপরাপর ব্লগারদের সুপ্রিয়বরেষুর প্রতি নীত প্রশংসা স্তুতি পাঠ করিয়া এবং যথাবিহিত ধারায় কারো কারো তীরযক বাক্যবান গলাদগরম হইয়া এবং উত্তেজিত পোস্টদাতার প্রশংসার জবাবে সহাস্য অবিভাষন গ্রহন ও প্রদান এবং তীরযকতার বিপরীতে অদ্ভুতুরে গালাগালি দেখিলাম। মোদ্দাকথা সকলকিছুর বিবেচনায় বুঝিলাম একপক্ষ নিয়া(আমার পছন্দের) এখানে কিছু লেখা অতি উত্তম মানের বোকামী হইবে। যদিও পোস্টটির বিপরীতে পরযাপ্ত তথ্য ও প্রমান দিয়ে মন্তব্য করার বিস্তর সুযোগ রয়েছে বলিয়া রিদয়ঙ্গম করিতে পারিয়াছিলাম।

এহেন অবস্থায় স্বিদ্ধান্ত নিলাম কিছু লিখবো কিন্তু কোনো পক্ষে নয়। সেইমতো লিখিলাম। _______ ***** ভাবছিলাম তথ্য প্রমান দিয়াই কিছু লিখুম। কিন্তুক যে পরিমানে রুচিহীন ও অযৌক্তিক গালাগালি দেখতাছি এখানে সরদি, কাশি, থুথু, পুজ, হাগা, মুতা বা সঙ্গম ও বীরযপাত কোনোটাই নিরাপদ বোধ করতেছি না। উল্লেখ্য, আমি রুচিসম্মত ও যৌক্তিক গালাগালিকে ব্লগিং জগতের নিদ্দিস্ট নৈতিকতার মানদন্ডে বৈধতা দেই।

কাজেই কোনো পক্ষেই অবস্থান না নিয়াও বলতে পারি, # চোরে যদি বঙ্গবন্ধু / জিয়াউর রহমানকে বলে ভালো, তাইলে কিন্তু মানুষ মনে হেতেনেরা বোধকরি আরো বড় চোর ছিল। # রাজাকারে যদি কয় বঙ্গবন্ধু/জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা তাহলে দেশপ্রেমিক জনগন বুঝে ইনারা বোধহয় গোলাম আজমের চেয়েও বড় রাজাকার। # মুক্তিযোদ্ধা যদি কয় তিনারা রাজাকার তাওইলে মাইনসে মনে করে তুমি হালা মুক্তিযোদ্ধা আসলেই ছিলা রাজাকার ঘটনাচক্রে কেবল হইছো মুক্তিযোদ্ধা। এই সুবিধাবাদী বা ঘটনাচক্রের মুক্তিযোদধাদেরকে আজকাল মানুষ পুটকীযোদ্ধাও বলতে শুরু করেছে। কোনোপক্ষই মাইন্ড খাইয়েন না, আমি আছি আপনাগোর লগেই !!!!!!!!!!!!!!!!!বিনোদিনী বিহারিনী!!!!!!!!! ****** বিদ্রঃ স্টার চিনহের ভিতরের অংশটুকু হুবহু না হলেও ঠিক এমনই লিখেছিলাম।

কিন্তু কিছুক্ষন পরেই দেখি উনি আমার মন্তব্যটি সযত্নে মুছে দিয়ে আমাকেও ব্লক করে দিয়েছেন। এখন বলতে বাধ্য হচ্ছি এক্ষেত্রে সরবোচ্চ অভদ্রতার সহিত জবাবও দেননি। তবে আমি সম্মানিত ব্লগারের মুছে ফেলা ও ব্লক করার ব্লগিং অধিকারের প্রতি প্রনতি জানিয়ে আপনারা যারা সুশীল তাদের কছেই উত্তরটা জানতে চাইলাম। কেনো, এবং কী কারনে আমার মন্তব্য মুছে ফেলা হলো আর কেনোই বা আমাকে ব্লক করে দেয়া হলো। আমি নতুন ব্লগার তাই অনেক নিয়ম কানুন আদব কায়দা জানিনা বা বুঝিনা সেই জ্ঞাতারথেই মিনতি রইল আমাকে একটু জানান একটু বুঝান একটু শোধরান।

আমার অপরাধ কী?? আমার এই মন্তব্যে কোনোভাবেই কী কোনোপক্ষকে সাপোরট করে??? ব্যক্তি নিরপেক্ষ নাও হতে পারে কিন্তু তার কম্ম অবশ্যই নিরপেক্ষ হতে পারে। সেই মোতাবেক আমার মন্তব্য(আমার কম্ম) কী নিরপেক্ষতা হারিয়েছিল????? !!!!!!!!!!!!কইনচান দেহি বিষয়টা কী!!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.