বন্ধ জানালা, খোলা কপাট !
প্রগতিশীল, মুক্তমনা বইলা যারা নিজেগোরে পরিচিত করতে চান, তাগোরে ধ্রাম কইরা নাস্তিক্য মতবাদের দিকে কাইৎ হইয়া যায়তে দেখি, আর দেইখা শুইনা আমার মনে হইতেছে নিজেরে একটু প্রগিতিশীল হিসাবে হাজির করতে চায়লে আগে নাস্তিক হওনটা জরুরি !
এইটুকু পইড়ায় উত্তেজিত জনতাগোরে ঝাঁপায়া না পড়তে অনুরোধ জানাই ।
একটা উদাহরণের মধ্য দিয়া বিষয়টা আরো পরিস্কার করণ যায়বো বইলা বিশ্বাস হয় ।
আবার নৃশংস হামলার শিকার হল পবিত্র ধর্মীয় অনুভূতি : জখম ২৩! -পোস্টটি আমাদের প্রিয় ব্লগার ফিউশন ফাইভ এর । ফিউশন ফাইভ স্যাটায়ার ভালো করেন । আমি ওনার স্যাটায়ারের ভক্ত ।
আজকের এই স্যাটায়ারটাও ভালো লাগছে বলাই বাহুল্য ।
একটু সমস্যা হইছে এইখানে,- আিরফুর রহমান, আপনি শ্রেফ একজন উন্মাদ এটাও ফিউশন ফাইভ এর পোস্ট । তবে অনেক আগে, তার লোকালটক নিক থেকে লিখিত ।
এই দুইটা পোস্ট আমার কাছে পরস্পর বিরোধী মনে হইছে । তবে, একটা জিনিস বুঝলাম , প্রিয় ফিউশন ফাইভ এখন প্রগতিশীল-এ পরিণত হইতে পারছেন ।
আলহামদুলিল্লাহ !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।