আমাদের কথা খুঁজে নিন

   

আইচ্ছা ক্রিকেট খেলার নিয়মডা একটু বদলান যায় না?



আইচ্ছা ক্রিকেট খেলার নিয়মডা একটু বদলান যায় না? এই ধরেন খেলার জন্য কষ্ট কইরা খেলোয়ারেগো আর মাঠে নামতে হইব না, বিশেষ কইরা বাংলাদেশের মতো ক্রিকেট দলের খেলোয়ারগো... তারা খেলব চাপা দিয়া... কথা দিয়া... মাঠের বাইরে খারায়া খালি কইব কী করন লাগবো, কেমনে খেললে আমরা জিততে পারমু, খালি কথা চাপা বাইরা [অবশ্যই ক্রিকেট ব্যাট দিয়ে বল বাইরানো না] কয়া ফেলব কেমনে কী করতে হইব? কারে দিয়া কেমনে বল করায়া কারে আউট করা যাইব, এবং অবশ্যই বারবার বলতে হবে ‌আমরা অবশ্যই জিতব... আমি নিশ্চিত এই নিয়মডা চালু হৌয়ার দিন থেইকাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হৌয়া শুরু করব... জয় আমাদের নিশ্চিত... আরেকটা ব্যাপার তখনো কিন্তু এই ক্রিকেট দলটাই রাখতে হইব!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.