হারতে শিখিনি কোনদিন । হারবও না । পত্রিকার পাতায় চোখ রাখলেই চোখ যেন বিষিয়ে উঠে । বিশ্ব ব্যাপী হানা-হানি -মারা-মারি, কাটা-কাটি । কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান , অবস্থা ।
কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতে রাজী নয় । তাই গন্ডগোল বাধে । অশান্তি এসে দানা বাধে । বিশ্ব থেকে মনে হয় শান্তির পায়রাটা আরো অনেক আগেই অজানা বহু দূরে চলে গেছে । এই অসুন্দর পৃথিবীতে সে আর ফিরে আসেনি ।
কেনই বা আসবে আমরা এই পৃথিবীর মানুষেরা যে দিন দিন রক্তখেকো হয়ে উঠেছি । রক্ত পিপাসা মিঠছে আমাদেরই স্ব-জাতির লোককে হত্যা করে । বলা যায় আমাদের ভাইয়ের রক্ত পান করছি । আর এতে বড় বীরত্ব , বড় ক্ষমতাবান বলে আমরা মনে করি । আর ভাবি আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর দিকে যাচ্ছে ।
কিছুদিন আগেও আরব বিপ্লবের ঢেউ উঠেছিল । অনেক দেশের শাসকের তাতে পদচ্যুতি হয়েছে । হয়তো বিজয় এসেছে স্বৈরশাসকদের ভাল থাবা থেকে কিন্তু এতে ঝরে গেছে কত প্রাণ , কত স্বপ্ন । মিসরে প্রানহানী ঘটেছে, ঘটছে , সিরিয়াতে হচ্ছে , লিবিয়াতো মৃত্যু উপত্যাকা হয়ে উঠেছিল । তিউনিসিয়া কত ছেলে প্রাণ বিসর্জন দিল ।
ওসব দেশে বিজয় এসছে অনেক কষ্টে । অনেক প্রাণের বিনিময়ে । কিন্ত শান্তি এখনো আসেনি । হানা-হানি মারা-মারি রয়েই গেছে । এখনো রাস্তায় পড়ে থাকে কোন ভাইয়ের লাশ, কোন বোনের লাশ কিংবা পিতৃতুল্য কেউ ।
এদিকে আমেরিকা আর ইসরাইল দুটো দেশ পরমানু ইস্যুতে বিশ্ব দাপিয়ে তুলছে । বিশ্বের বড় সন্ত্রাসী দেশ তো তারাই । এই সত্য কথা অনেক দিন পরে বলার কারনে আফসোস করেছেন জার্মান নোবেল বিজয়ী কবি গুন্টার গ্রাস । তিনি সত্য কথাই বলেছেন । ইরান নয় ইসরাইলই পরমানু অস্ত্র অর্জনকারী দেশ ।
আর তাদের দোসর আমেরিকা ।
আমেরিকা , যার নাম শুনলেই রক্তের গন্ধ আসে । মানুষের লাশের গন্ধ । তাদের হাতে লেগে আছে খুনের তাজা রক্ত । যারা বিশ্বব্যাপী অশান্তির বার্তা ডেকে আনে ।
জঙ্গিরা হয়তো তাদের দুটো টাওয়ার ভেঙ্গে ছিল । কিন্ত ওরা ভাংগল দুটো স্বাধীন দেশ । আর ভাংগল কোটি প্রানের জোয়ার, কোটি কোটি স্বপ্ন । ধিক ! তোমাদের শত ধিক !
তোমরা নরকের কীট । তোমরা খুনী,বিশ্বে অশান্তি সৃষ্টি কারী ।
নিজ জম্মভুমিতে আসি । দুচোখ খুলে শুধু দেখছি । আমার প্রিয় এই দেশটা অশান্তিতে ভরে গেছে । বেদনাদায়ক পরিবেশ,নির্যাতিতের হাহাকারে হয়ে পড়েছে । আর দেখতে পারছি না ।
মন সায় দিচ্ছে না । পৃথিবীর সবদেশের করুন দশা দেখা যায় । কিন্ত জম্মভুমিরটা দেখা যায় না । জম্মভুমির করুনদশা কেউই দেখতে চায় না ।
শুধু ভাবি কবে শান্তি ফিরে আসবে ।
কবে আমার দেশটা সহ পৃথীবির সব দেশে ফিরে আসবে শান্তি । শুধু শান্তি আর শান্তি । কোন অশান্তির লেশমাত্র থাকবে না তাতে । কেউ কি জানেন এমন দিনটা কবে আসবে ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।