জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** না জেনে, বুঝে যে লুকোচুরির গল্প
আমাদের মাঝে শুরু হয়েছিল।
আজও তা আমি উদ্ধার করতে পারিনি ।
কেন এ হয়েছিল, কি কারন ছিল?
শুধু ভাললাগা আর ভাব থেকে নাকি!
এত বড় লংকাকান্ড হয় না
এখন নাকি হাত ধরে ঘুরতে হ্য়
মনে ভালবাসা না থাকলেও
দেহের ঘর্ষন করতে হয়।
মিছে মিছে কিছুদিন নাকি
কি কি খেলায় মাততে হয় ।
আর এ খেলারও নাকি কিছু
নিয়ম-কানুন আছে তা দিয়েই করতে হয়।
আমি যে নিয়ম-কানুন কিছু জানতাম না।
কি যে করেছি হুট-হাট আমি নিজেই জানি না।
আজ বড্ড মনে হয় যা পারি না,
তা কেন খেলতে যাই,তা কেন করতে যাই?
আজ বড্ড মনে হয় বুঝি কোথাও কেউ নেই।
আজ মনে হয়,আমি বুঝি একেলা চলেছি
আজ তারার মাঝেও আমার দুষ্টু তারা
আকাশে খিল দিয়ে নিজেকে আটকে রেখেছে।
যেন আমি তাকে দেখতে না পাই,
যেন আমি তাকে ছুতে না পাই,
যেন আমি তাকে নিয়ে স্বপ্ন না দেখি,
যেন আমি তার মাঝে আর হারাতে না পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।