বলতে বলতে সবই বলা শেষ তবু...
একে একে সবাই চলে গেল। চেয়ে চেয়ে দেখলাম। করার কিছুই নাই। হাছন রাজা'র সুযোগ্য উত্তরসূরী কবি ও জোছনার মানুষ মউজদীন, গেলেন প্রিয় সঞ্জীব দা, সাথে গেলেন কয়েকহাজার অভাবী-দুঃখী মানুষ। কি নির্মমতা আশ্রয় কেন্দ্রগুলোতেও! সেখানেও ধনী-গরীব বৈশম্য।
গ্রামীণ ফোন ইন্ডিয়া-পাকিস্তানের খেলার ইনভাইট করার পাশাপাশি তো নিদেন পক্ষে একটা এসএমএস করে সিডর-এর তাণ্ডব লীলা সম্পর্কে অবহিত করতে পারতো! করেনি। সরকারি ফোরকাস্টিং সিস্টেম এমনভাবে বলেছে, তাতে মনে হয়েছে এটা কিছুই না। অথচ ইন্ডিয়ার স্যাটেলাইট পিকচার দেখে আমার পিলে চমকিয়েছিল। ঈশ্বরের কাছে আশ্রয়হীন মানুষদের জন্য আশ্রয় চেয়েছিলাম। কিন্তু তিনি তো থাকেন ধনীদের পাড়ায়, বড়লোকের ড্রইংরুমে, কে রক্ষা করবে? রক্ষা পেয়েছে নিজেদের শেষ বুদ্ধিমত্তায়, পড়শীদের সহযোগীতায়।
ক্ষোভ প্রকাশের ভাষা নেই। তবে একটি কথা আছে, ভাবনা আছে শ্রাবণী বৌদিকে নিয়ে। বিএফএ-তে ফাস্ট ক্ল্যাস ফাস্ট হওয়া, আন্তর্জাতিক চিত্রকর্মশালায় অংশ নেওয়া এবং বহু পুরস্কার পাওয়া বৌদি আজ লড়ছেন...। হে বিধাতা উনাকে নিও না। আপনারাও এই দোয়া করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।