আমাদের কথা খুঁজে নিন

   

হানিমুনে জুকারবার্ক। .....তবে গেলেন রোমে!!!

রাজনীতিতে বিতর্ক থাকবেই, তবে সবার আগে দেশ বড়। স্বনির্ভর বাংলাদেশ গড়াটাই মুল কথা।আসুন হাতে হাত রেখে আগাই। ফেসবুক গ্রুপ: http://www.facebook.com/groups/nationalistbloggersassociation/ ইতালির রোমে হানিমুনে গেছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্ক ও তার নবপরিণীতা প্রিসিলা চ্যান। রোমের এক পর্যটক তাদের সেখানে দেখতে পেয়েছেন এবং টুইটারে তাদের একটি ছবিও পোস্ট করেছেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। পোলিশ ওই পর্যটকের নাম ডারেক রুসাকজিক। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল থেকে নববিবাহিত এ দম্পতির ব্যক্তিগত সফরের ছবি তুলে টুইটারে দিয়েছেন তিনি। রোমের পিয়েরলুইগি রেস্তোরাঁর এক কর্মী জানিয়েছেন, রোববার বিলিয়নিয়ার এ দম্পতি রেস্তোরাঁটিতে রাতের খাবার খেতে দেখেন। নিউজ  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।