আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাভেল বাংলাদেশঃ হানিমুনে যাচ্ছেন ? চলুন ঘুরে আসি ''নাজিমগড় রিসোর্ট '' , সিলেট ।

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) দুর সীমান্তে উঁকি দিচ্ছে ঘন সবুজ চাদরে মোড়ানো পাহাড়ের সারি। কুয়াশার মতো মেঘ ভর করে আছে পাহাড়ের মাথায়। নিচ দিয়ে বয়ে গেছে স্রোতস্বনী নদীর অদ্ভুত সবুজ জলরাশি। পাহাড়ের কাছে এসে জল যেন তার নিচের রং হারিয়ে সবুজের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে। দেখলেই হাত বাড়িয়ে ছুয়ে দেখতে মন চায় পাহাড়ের শরীর বেয়ে নেমে আসা সে সুশীতল জল।

ঠিক এরই মাঝে দাড়িয়ে আছে ঝকঝকে তকতর্ক, অপূর্ব নিমানশৈলিতে গড়া একটি রিসোর্ট। প্রথম দেখাতে হত বিহ্বল হয়ে যাবার দশা। বলছি সিলেট বিভাগের কোতয়ালী থানার খাদিমনগরে অবস্থিত দৃষ্টিনন্দন ও অপূর্ব সুন্দর নাজিমগড় রিসোর্টের কথা। সিলেট শহর থেকে মাত্র ১৫ মিনিটের রাস্তা। সিলেট-জাফলং মহাসড়কের পাশেই অবস্থিত এই জমকালো রিসোর্টটি।

প্রায় ৬ একর জায়গার উপর গড়ে উঠেছে এই দেশের অন্যতম সুন্দর এই রিসোর্টটি যেখানে রয়েছে প্রায় ২ শতাধীক লোকের খাওয়া দাওয়া সহ রাত্রিযাপনের সুবিধা। রিসোর্টটি সব বয়সীদের জন্যই উপযোগী। পাহাড়ের ঢেউ দেখার দারুণ জায়গা এটি। ১৫টি কটেজ আছে এখানে। রয়েছে রেস্টুরেন্টের হরেক পদের খাবার।

রিসোর্টে আছে বিশাল এক বাগান, সুইমিং পুল, পিকনিক ও ক্যাম্পিং স্পট। ঢাকা থেকে এত দুরে নুড়ি পাথরের রাজ্য জাফলংয়ে পাশে এমন একটি রিসোর্ট ভাবাই যায়না। । এখানে থাকার জন্য রযেছে ৩ ধরনের কটেজ। টেরেস, ভিলা ও বাংলো ।

টেরেসঃ এটি নাজিমগড় রিসোর্টের সব চাইতে আকর্ষনীয় ও সুন্দর কটেজ। এখানে প্রায় ৩৫টি ডিলাক্স রুম রয়েছে যার প্রতিটিতেই আলাদা বারান্দা রয়েছে যেখান থেকে দুচোখ ভরে দেখা যায় সবুজ মাঠ আর প্রাকৃতিক সৌন্দর্য। দেখে মনে হবে যেন শুধু সবুজে ঘেরা নয় সবুজেই তৈরি। এখানে রয়েছে ৪০০০ বর্গফুটের নান্দনিক ডিজাইনের খোলা লবি। প্রতিটি রুমেই রয়েছে অসাধারন নির্মানশৈলি, নান্দনিক ও আরামদায়ক ফার্নিচার, বাথরুম ফিটিংস।

রয়েছে শীতাতপ নিয়ন্ত্রন, গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা, রঙিন টেলিভিশন ও ডিস সংযোগ, ফ্রিজ, টেলিফোন, ২৪ ঘন্টা বিদু্যৎ সংযোগ এবং ইন্টারনেট সুবিধা। ভিলাঃ এটিও একটি দারুন সুন্দর কটেজ। এর রয়েছে ২টি প্রিমিয়ার সুইট, ৫টি ডিলাক্স রুম ও ১টি এক্সিকিউটিভ সুইট। প্রতিটি রুমই সাজানো গোছানো ও পরিপাটি। রয়েছে আলাদা ব্যালকনি।

ভিলার নিজস্ব ড্রয়িং কাম ডাইনিং রুম রয়েছ, আছে টিভি লজ, শীতাতপ নিয়ন্ত্রন, গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা, রঙিন টেলিভিশন ও ডিস সংযোগ, ফ্রিজ, টেলিফোন, ২৪ ঘন্টা বিদু্যৎ সংযোগ এবং ইন্টারনেট সুবিধা। বাংলোঃ কলোনীর মত দেখতে এটি একটি আলাদা বিল্ডিং। এর আছে ৬টি প্রিমিয়ার রুম। প্রতিটি রুমেই আছে শীতাতপ নিয়ন্ত্রন, গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা, রঙিন টেলিভিশন ও ডিস সংযোগ, ফ্রিজ, টেলিফোন ও ২৪ ঘন্টা বিদু্যৎ সংযোগের ব্যবস্থা। Cost Idea রুম ভাড়া প্রিমিয়ার রুমঃ ৫,৯০০ টাকা ডিলাক্স রুমঃ ৬,৯০০ টাকা এক্সিকিউটিভ রুমঃ ৭,৯০০ টাকা লাক্সারী সুইটঃ ১১,৯০০ টাকা প্রেসিডেন্সিয়াল সুইটঃ ১৪,৯০০ টাকা All rates are subject to 10% Service Charge and 15% VAT The above rates include complimentary breakfast for two (2) persons per room. Additional breakfast will be charged at applicable rates. Normally only two (2) persons are permitted per room. However, in some rooms an extra bed may be provided for one more person in which case a charge of TK. 1,300++ will be charged. Early Check in Policy: Subject to availability. Normal Check-in time is 2 PM. Late Check out Policy: Subject to availability. If room is available, half day will be charged up to 6 PM and full day after that. Guests are advised to reserve rooms in advance. One night room rent must be paid in advance for the Resort to confirm a room. This advance is non-refundable. Rooms booked without advance will be subject to availability. There are no provision for Drivers and "Ayahs". However, we can arrange rooms for Drivers in other places (cost approximately Tk.600-800 per room) if we are notified in advance. Sylhet Address: Nazimgarh, Khadimnagar P.S. Kotwali, District: Sylhet Phones: (+88 0821) 2870338, 2870339 Mobile: (+88) 01926667444, 01747200100 Manager Reservation: (+88) 01916271935 Email: Dhaka Office: 110 Tejgaon Industrial Area (2nd Floor) Tejgaon, Dhaka - 1208 Call during office hours (9 AM to 5 PM): Phone: (+88 02) 8870579 Sales & Marketing: (+88) 01730712600 Reservation: (+88) 01729097849 আগের পোস্টগুলোঃ ১) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ রিসোর্ট পরিচিতি (চলুন ঘুরে আসি নীলগিরি ) ।

২) Click This Link ট্র্যাভেল বাংলাদেশঃ চলুন ঘুরে আসি বগালেক ও তার আশেপাশের পাহাড়ি জনপ.। ৩) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ চলুন ঘুরে আসি অপার সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর ৪) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ চলুন ঘুরে আসি দ্বীপের রানী ''নিঝুম দ্বীপ'' থেকে । ৫) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ হানিমুনে যাচ্ছেন ? চলুন ঘুরে আসি ''মারমেইড ইকো রিসোর্ট '' , সাথে থাকছে কিছু ফ্রি হানিমুন টিপস। ৬) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ চলুন ঘুরে আসি অপার সৌন্দর্যের আধার হাকালুকি হাওর ৭) Click This Link ট্রাভেল বাংলাদেশঃ রিসোর্ট পরিচিতি - চলুন ঘুরে আসি ''লাইমি হিল রিসোর্ট'' বান্দারবান । নিচের ছবিগুলো বড় করে দেখতে হবে , উপরের মত বড় করে ছবি আপলোড হচ্ছে না ।

ছবিগুলো বড় করে না দেখলে পস্তাবেন । আমাদের দেশ যে কত সুন্দর তা অকল্পনীয় সুত্রঃ গুগল , ফেসবুক , ট্রাভেলওবিডি ও রিসোর্টের নিজস্ব ওয়েবসাইট ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।