রাজপুত্র প্রিন্স উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন তাদের ৭ মাস বয়সী ছোট্ট প্রিন্স জর্জকে ছাড়াই হানিমুনে মালদ্বীপ গিয়েছেন। উইলিয়াম ও কেট এক সপ্তাহের জন্য তাদের দ্বিতীয় হানিমুন উপভোগ করতে দেশটির এক দ্বীপে বৃহস্পতিবার পৌঁছান।
এদিকে ছোট্ট জর্জকে বাসায় রেখে তাদের এ হানিমুনের সিদ্ধান্তে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। সমালোচকরা বলছেন, এত দীর্ঘ সময়ের জন্য ছোট্ট জর্জকে রেখে হানিমুনে যাওয়াটা তাদের ঠিক হয়নি। কেউ কেউ মালদ্বীপে হানিমুন উপভোগের খরচাপাতি নিয়েও প্রশ্ন তুলছেন। দেশটিতে হানিমুন উপলক্ষ্যে তাদের মাথাপিছু প্রায় ৭ হাজার পাউন্ড খরচ হতে পারে।
এক মা যোগাযোগ মাধ্যম মামসনেটে এক পোস্টে লিখেছেন, সত্যি? আমি মনে করি এ ঘটনায় জনমত জরিপ তাদের বিরুদ্ধে যেতে পারে.....মনে হচ্ছে ক্যামব্রিজের ডিউক ও ডাচেসের জন্য এটা আরেকটি দীর্ঘ ছুটি উদযাপন।
উইলিয়াম ও কেট প্রিন্স জর্জকে তার দাদা ও নানীর কাছে তাদের বার্কশায়ার প্রাসাদে রেখে গেছেন। v
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।