আমাদের কথা খুঁজে নিন

   

বুঝিনা! সরকার কেনো অপরাধীদের পক্ষ নেয়?

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ বাংলাদেশের সরকারগুলোর চরিত্র উল্টো হয়। তারা শোষিত নির্যাতিত সংখ্যায় বেশী জনগনের পক্ষ না নিয়ে অল্পসংখ্যক চাঁদাবাজী, সন্ত্রাসী, দূর্নীতিবাজদের পক্ষ নেয়!! কেনো নেয় আমি তা আজও বুঝতে পারিনা। আমার হিসেব মেলে না। কোনভাবেই তো সরকার জনগনের বিপক্ষে যেতে পারে না। কারন জনগনের পক্ষে গেলে সরকারের লাভ বিপক্ষে গেলে ক্ষতি। সরকার যদি অল্পসংখ্যক চাঁদাবাজী, সন্ত্রাসী, দূর্নীতিবাজদের পক্ষ না নিয়ে শায়েস্থা করে তাতে দেশ উপকৃত হয়, জনগন শান্তিতে থাকতে পারে। তাতে সরকারের পুনরায় নির্বচিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ভোট চুরি বা ডাকাতি করার কোন প্রয়োজন পরে না। সরকার সোজা পথে না গিয়ে বাঁকা পথে কেনো যায়!? দু'চারজন অসৎ পুলিশ, সরকারী চাকর বাকর কর্মচারী বা সন্ত্রাসীকে সেই রকম সাঁজা দেওয়ার ক্ষমতা কি সরকারের নেই!? নাকি যারা বুড়িগঙ্গার মতো প্রাণবন্ত নদীকে অকালেই বুড়ি বানিয়ে মেরে ফেলে, দখলমুক্ত করতে পারেনা সরকারী জায়গা বা জানজটমুক্ত করতে পারেনা রাজধানী শহর তাদের আবার ক্ষমতা!! আর যদি সরকারের কোন ক্ষমতাই না থাকে তাহলে বলবো," পুলিশ থেকে জনগন দূরে থাকবে কেনো, আপনারাই দেশ থেকে দূর হয়ে ছেলে মেয়েদের সাথে গিয়ে থাকুন।"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।