[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
সে ছিল আমার বন্ধু প্রতীম,
কণ্ঠে ছিল পরিতাপের ভাষা
-“ বসন্ত চলে যায়!, বসন্ত চলে যায়!”
সূর্য ওঠা থেকে সূর্য হারা বেলাবোধি
ছুটে যায় মনের ভেতর মন ছাড়িয়ে
কোকিল কণ্ঠের আশায় আশায়।
চেনা বন বনানী মাঝে কাঁটার পরশ
আজও তবুও ফুল ফোটেনি সেথায়,
মনে তাই কি প্রভাবকে আসবে হয়ষ!
কেবলই বসন্ত তার চলে চলে যায়
চেয়ে চেয়ে দেখে শুষ্ক ঘাস-
বর্ষা এলো , এলো , ঐ এলো বলে।
সে ছিল আমার গহন নীরব বন্ধু প্রতীম
এবং এর বিপরীত কখনই সত্য নয়
তাই তার পরিতাপ শুনি অথচ
তার জানা হয়না সে প্রভাব আমাতে;
আর জানবেই বা কি করে?
আমি তো বুঝিনা আলাদা করে
বসন্ত, গ্রীষ্ম অথবা বর্ষা;
শুধু বুঝি সর্বকাল সর্বক্ষণ
জীবনের রূপ আমা হতে
যেন ঠিক এক হাত দূরে দূরে।
০২/০৪/০৮
ঁ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।