আমাদের কথা খুঁজে নিন

   

আনাড়ি হাতে তোলা কিছু ছবি

নিজের ঢোল নিজে পেটানো উচিত না। ঢোল মাইন্ড খাইতে পারে এইটা শীতকালে তোলা আমাদের নিম গাছের ছবি তাই গাছের পাতা নাই, তবে কিছু কাউয়া আছে কলেজ পিকনিকে কাপ্তাই গিয়ে নিজের বাঁদরামির পরিচয় দিতে ব্যর্থ হয়ে এই ছবি তোলা এটাও কাপ্তাই লেক এর ছবি এটাও কাপ্তাই এটাও রিতিমতো কাপ্তাই লেক এর ছবি এই ছবিটা তোলার সময় খেয়াল করি নাই ব্যাকগ্রাউন্ড এত্ত সুন্দর ছিল নাইলে নিজেই কয়েকটা পোজ নিয়ে দাড়াই যাইতাম ছবি তোলার জন্য, আপচুস এটা আমার গ্রামের ছবি,সন্দ্বীপ পড়তে বসলে পড়ার বাইরে যাবতীয় বিষয় নিয়া আমি বেশ মনোযোগী, এইটা আমার জানালা দিয়া দেখা বাইরের আকাশ, তবে এডিটেড না মোবাইলটাকে একটু বাঁকা করে ধরে তোলা। ক্লাস ফাঁকি দিয়ে ফ্রেন্ডরা মিলে বান্দরামির এটা নমুনা, এটা এডিটেড হাতে ক্যামেরা থাকলে মাঝে মাঝে জুতার ছবিও তুলি ক্যামেরাঃ Nokia 6303 Classic  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.