আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্র নামক মহাকাব্যটির আনাড়ি সংক্ষিপ্তায়ন

করণিক: আখতার২৩৯

চাওয়ার অধিকার ‘সাপেক্ষ’-র নিরিখে কোনো ব্যক্তির ভোটাধিকার এবং নাগরিক অধিকার, --দু’টোই চাওয়ার অধিকার। নিজের কিংবা নিজেদের মতো ক’রে চাওয়ার অধিকার, --তার ভোটাধিকার; -সকলের মতো ক’রে চাওয়ার অধিকার, --ঐ ব্যক্তির নাগরিক অধিকার। যেখানে সকলে সমমত নয়, সেখানে সংখ্যাগরিষ্ঠকেই ‘সকল’-এর মতো মর্যাদা দিতে হয়। কোনো ব্যক্তি সকলকে না-মানলে অথবা ‘সংখ্যাগরিষ্ঠের সমষ্টি’কে অবজ্ঞা করলে প্রকাশিত ঘৃণ্য সেই স্বৈরাচার তার নাগরিকত্ব হারায়। সঙ্গে সঙ্গে যথারীতি হারায় সে তার ভোটাধিকার।

নাগরিকত্বহারাদের অধিকার নেই কোনো কিছু বেছে নেবার। সমকালে নাগরিকেরা নিজেদের বিবেচনায় যা-কিছু দেবে, --‘অ-নাগরিকেরা’ তৃপ্ত মনে তা’-ই মেনে নেবে, --বাছ-বিচার কেবল নাগরিকেরই অধিকার। সংগত কারণে প্রথমেই দেখি, আমাকে অন্যেরা মানুক কিম্বা না-মানুক, --আমি অন্যদেরকে মানতে পারি কি-না? অন্য সবার আগে নিজের বিচার করি, --আমি নাগরিক নাকি নাগরিকত্বহারা? অন্তত একবার হিসেব ক’ষে দেখি, আমার অনুসরণীয় যারা, আমার ঐ মনোনীত দলীয়রা, - -তাদের ভেতরে কতজন এখনো নাগরিক আর কতজন কতখানি নাগরিকত্বহারা? সংখ্যাগরিষ্ঠকে শ্রদ্ধাভরে মেনে নিয়ে নিয়ে ‘অ-নাগরিক’ও যেমন নাগরিক হ’তে পারে,- --বিপরীত আচরণে সংরক্ষিত নাগরিকত্ব হারায় স্বেচ্ছাচারী। ভোটাধিকার,-নিঃসন্দেহে বেছে নিতে চাওয়ার অধিকার। ভোটাধিকার,-একজন নাগরিকের সংরক্ষণীয় ব্যক্তি অধিকার; -ভোটাধিকার,-একজন নাগরিকের অর্জিত ব্যক্তি অধিকার।

রঙ্গপুর -- ২৯/০২/২০০৪ খ্রিঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.