আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম সঙ্গমে সবাই আনাড়ি হতে চায়



প্রথম সঙ্গমে সবাই আনাড়ি হতে চায় প্রধান উপদেষ্টা সেনা প্রধান খাদ্য উপদেষ্টা সবাই এখন সেই আনাড়ি দেশে খাদ্য সংকট; দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তারা কিছু জানেন না প্রথম সঙ্গমের মতো সবাই আনাড়ি দোষ যত প্রকৃতির রুদ্ররোষের যেন কখনো বানে ভাসেনি দেশ ঝড়ে মরেনি প্রান একজন টাকশালের গার্ড একজন বন্দুকের নলে মানুষ শিকারী দেশ চালায় তারা কিছুই জানে না এককোট লোক বুভুক্ষু এক কোটি লোক ক্ষুধার্ত থাকে তাদেরকে জরুরী আইন দেখাও দ্রুত ট্রাইবুনালে লাশ ঘরে পোষ্টমর্টেম পাঠাও পাকস্থলিতে খাবার না পাওয়ার শুণ্যতা চোখ কোটরে রক্তনালীতে জমাট রক্তের পরিমান কম কেউ কিছু জানে না প্রথম সঙ্গমের মতো সবাই আনাড়ি হতে চাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।