আমাদের কথা খুঁজে নিন

   

আনাড়ি

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।

ভাবনার অনেক কোলাজ মগজ বোঝাই করে ফেলেছে। প্রহেলিকার এই জীবনে কোনটা রেখে কোনটা ফেলবো বুঝতে পারছি না। মুঠোতে রেখেছিলাম বিষাদী ঝরা পাতার শব্দ, পলাতকা মেঘের বোমাবাজের কাছে তা পাঠিয়ে দিলাম। খুব যত্নে যে ঝর্ণার সুর মুখস্থ করেছিলাম তা আপনাতেই শ্রাবণের আকাশে মেঘ হয়ে গেলো। চারদিক স্তব্ধ করে দিয়ে নির্জন নীরবতায় যে পাখির শিস্ শুনেছিলাম তা পিঁপড়ের সারিবদ্ধতায় শুশুনি পাতায় শামুকের ঘুমিয়ে থাকা। বালিকাবধূ, মোহন্ত স্নিগ্ধতায় সন্ধ্যা কাটানো হলোনা বলে তুমি পুষ্টিহীন দৃষ্টি নোঙরে মাকালচিল। ওগো তোমরা কে কোথায় আছো? শুনছো! আমি তোমাদের যে কোনো শর্তের গর্তে পা ফেলতে রাজি আছি, একবার শুধু মৃত্যুর সাথে বন্ধুত্ব করিয়ে দাও। ‘ক্যামেরাম্যান একদম আনাড়ি’ ’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.