আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপায়ী

যার আছে তার হারানোর ভয় ও আছে, যার নাই তার হারানোর ভয় ও নাই না ধূমপায়ী ছিলাম না কোনদিন শুধুই শখের বসে দু এক টান এই নিয়ে তার যত অভিমান না না আর ছোবনা সত্যি বলছি, আর করবনা বিষ পান এইবার তো মুছে ফেল তোমার সকল অভিমান একে একে কেটে গেল দুটি বছর পায়নি ঠোট ফিল্টারের ছোয়া হুম মুখ থেকে আর বেরুলনা সিগারেটের ধুয়া হঠাৎ এক নিষ্ঠুর রজনিতে অভিমান ভরা চোখে দেখল অহনা রাখেনি কথা তার এই নিষ্ঠুর পৃথিবীতে আর বেচে থাকার কি দরকার রাখেনি কথা অহনা আমি কেন রাখব হুম কাল কালই সিগারেট ধরব সিগারেটে চূর্ন হয়ে কাটত তার দিন এভাবেই কেটে গেল সাত সাতটি দিন অসুস্থ ছেলেটি খেতে পারছেনা কিছু মিত্যুকি তাহলে নিয়েছে পিছু? কাছে এল অহনা রাখল মাথায় হাত প্লিজ মুছে ফেল তোমার যত অনুরাগ কাদ কাদ আখি যোগল কেমন যেন মায়া সুস্থ হয়ে উঠল অলিক দেখে অহনার কায়া আবার সব ঠিক সব অনুরাগ শেষ হঠাৎ করেই অহনা হলো নিরুদ্দেশ কত খোজা কত প্রতিক্ষা নাই তারে পাওয়ার আশ্বাস তাইতো সিগারেটের প্রতি ধোয়ায় ফেলা দীর্ঘশ্বাস জান কি অহনা শুনেছ কি তুমি?? এখন একজন পূর্ণাঙ্গ ধূমপায়ী আমি অনেক চেয়েছি বিষের সূরা পান করা হয়নি কখনও তাইতো এই তিলে তিলে মরা সিগারেট জিনিসটা বড্ড আজব কখনো সম্পূর্ন পেকেট ই লাগে আবার কখনো এক সিগারেট দু তিন টানি ভাগে ভাগে কি আজব শুনাচ্ছে তাইনা দুঃখ ভাগ করার কেউই নেই তবে সিগারেটের ভাগিধারের অভাব হয়না আশ্চর্য হওয়ার কিছু নেই দুনিয়াটাই এমন সব মিথ্যের পিছনে ছোটছে যেমন তুমি অভিমান করনা অহনা কথা দিলাম ধুমপান ছাড়ব এই তো আর বেশি দিন নেই যখন মৃত্যুকে আলিঙ্গন করব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.