আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপায়ী এবং অধূমপায়ী সমাচার!!! বিড়িখোর'স পয়েন্ট অব ভিউ। (অধূমপায়ীদের কাছে পোষ্টটি অফেনসিভ ঠেকতে পারে। তাহাদের প্রবেশ না করার সুপারিশ রইল।।। )

সূর্য আমার চিরশত্রু। আমি অন্ধকার ভালবাসি...
অদ্যকাল প্রাতেঃ রেল-লাইনের নিকটে বসিয়া বসিয়া ধূম্রপান করিতেছিলাম। ৬ টাকার ব্যানছোন পুড়িয়া আমার চারিদিক সাদা ধোঁয়ার ঈন্দ্রজাল হইয়া ভরিয়া উঠিয়াছিল; পরিবেশ হইয়া উঠিয়াছিল অতীব আধ্যাত্বিক। আমি নিশ্চিত বুঝিয়াছিলাম, কিছু একটা ঘটিতে যাইতেছে। আরও কিছু কাল-ক্ষেপন করিয়া ধূম্র-দেবতা সিদ্ধান্ত গ্রহন করিলেন, আমি বোধী লাভ করিলাম।

আমার কর্ণকূহরে ফিসফিসাইয়া কে যেন ঢালিলেন কিছু ঐশ্বরিক বানী। ১। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে: ধুমপায়ী এবং শাক-সব্জি। ২। একদল লোক ধূমপান করে, আরেকদল কিছুই করেনা।

৩। সকল ধুমপায়ী বিড়ি-বন্ধনে আবদ্ধ, তাহারা পরস্পর ভাই-ভাই। ৪। ধুমপান মানেই শুধুমাত্র বিড়ি টানা নয়, ধুমপান একটা দর্শন। ৫।

বিড়ি কোন জড়-বস্তু নহে, বিড়ি একটি সত্ত্বা। ৬। ধূমপান সবচাইতে সহজলভ্য "বিপদ-সংকূল অ্যাডভেঞ্চার"। আর কোনভাবেই এত কমদামে মৃত্যুর এত কাছাকাছি যাওয়া যায় না। ৭।

মূলত ধুমপানই এপ কে বিবর্তিত করে মানুষ বানিয়েছে। ৮। সিগারেটই একমাত্র বস্তু য়া কিনা প্রায় সবকিছুরই নিকটতম বিকল্প। প্রেমিকার হাত ধরা থেকে শুরু করে ভাত খাওয়ার বিকল্পও হতে পারে। এমনকি আপনি চুলে জেল দেয়ার বদলেও একটা ব্যানছোন খেতে পারেন।

৯। সিগারেটের দাম বাড়ানো মানে (ধুমপায়ী)জনগনের মেরুদন্ড ভেঙে দেয়া। ১০। যেসকল ধুমপায়ী ব্যাক্তি ধুমপান ছেড়ে দেয়, তাদের মত প্রতারক আর হয় না। X# কমেন্টারদের বানী: ১. বন্ধুত্বের শুরু বিড়ি বিনিময়ে যতটা জোড়দার হয়.......অন্য কিছু বিনিময়ে ততটা হয় না।

২. বিবাহিত পুরুষের বউ থেকে লুকিয়ে বিড়ি খাওয়া মানে একটি পরকিয়া করা। ----নকীবুল বারী ৩. একটা মেয়ের চেয়ে একটা সিগারেট অনেক ভালো, অন্তত, আগুন সমেত দু'ঠোঁটের মাঝে আসতে মাত্র চার থেকে ছয় টাকা নেয়। নারীবাদীরা, মাইন্ড খাইয়েন না,পিলিজ, নো অফেন্স!!! ---স্বপ্নখামারী ৪. ধূমপান একটি শিল্প!!! ---উন্মাদ শুভ এখানেই শেষ নয়। আপনাদের কোন বানী থাকলে দিন, অ্যাড করে দেযা হবে। পাদটীকা: ইহা কোন ফান্পুষ্ট না, আমি খুব সিরিযাস।

ইঙ্গানুবাদ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.