আমি বিরাট আইলসা
পুরান জিনিস, নতুন মোড়কে
চাপাবাজির প্রতিযোগিতায় কম্পিউটার বিচারক। একজন প্রতিযোগী এসে শুরু করলেন...”একজন ধূমপায়ী ভদ্রলোক ছিলেন...” এইটুক বলার পরেই কম্পিউটার ফুলমার্ক দিয়ে দিলো। আয়োজকরা কম্পিউটারের সমস্যা ভেবে রিস্টার্ট করে আবার শুরু করল। কিন্তু ”একজন ধূমপায়ী ভদ্রলোক ছিলেন...” এইটুক বলার পরেই কম্পিউটার আবার ফুলমার্ক দিয়ে দিলো। সফটওয়ারের সাপোর্টে কল করা হলো, অনেক ঘাটাঘাটি করে জানালো যে, কম্পিউটার ফুলমার্ক দেয়ার কারণ ছিলো এই
“ধূমপায়ীরা কখনোই ভদ্রলোক নয়”
যারা সিগারেট হাতে পড়ছেন, এই পর্যন্ত পড়েই মাইনাসে ক্লিক বা গালাগালি বা পোস্ট বন্ধ করবেন না দয়া করে। বাকিটুকু পড়ে নিয়ে তারপর আপনার যা ইচ্ছা
অধূমপায়ী মাত্রই একমত হবেন যে, বিড়ি-সিগারেটের ধোঁয়ার কি জ্বালা যন্ত্রনা। রাস্তাঘাটে, যানবাহনে, অফিস-আদালতে, দোকানে, বাজারে সব জায়গাতেই এই জিনিস টা হচ্ছে। আপনি হয়তো কোথাও যাচ্ছেন, আপনার সামনে মনের সুখে সিগারেট খেয়ে গেল কোন ভদ্র(!)লোক আর আপনি নাক বাঁচাতে হাত দিয়ে ধোঁয়া সরিয়ে কুল পাচ্ছেন না। আমার নিজের অভিজ্ঞতা হলো, অধিকাংশ সিগারেটখোর ব্যাপারটা খেয়াল করেন না।
আপনি একজন ভদ্রলোক হলে সবার সামনে কি বায়ু নির্গত করতে পারবেন? নাকি মনে করবেন যে এটা অসভ্যতা/অভদ্রতা হবে? সেক্ষেত্রে সিগারেট খেয়ে আশেপাশের পরিবেশ বিষাক্ত ও দুর্গন্ধময় করে ফেলাটা কি ধরনের ভদ্রতা বলে মনে করেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।