"সাধারণ ব্লগার " ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি ইউনিটের জন্য গড়ে সাড়ে ১৪ টাকা দাম ধরে দেশে প্রথমবারের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহ চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই দাম সাধারণ সরবরাহের দামের চেয়ে প্রায় তিনগুণ বেশি। সোমবার রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন এই ঘোষণা দেন। তিনি জানান, তিনটি ভোল্টেজ লেভেলে এই সেবা ১ জুন থেকে কার্যকর হবে। বর্তমানে ১১ কেভি, ৩৩ কেভি এবং ১৩২ কেভি লাইনের জন্য বিভিন্ন শ্রেণীর গ্রাহকরা গড়ে সাড়ে পাঁচ টাকা দরে বিদ্যুৎ কিনছেন। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।