বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড ও স্থল বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি নিরবচ্ছিন্ন রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯ জুলাই শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বাংলাদেশ-ভারত স্থলবন্দরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বেনাপোল। এছাড়া আরো ডজনখানেক স্থল বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি চলে।
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বেশ কিছুদিন আমদানি-রপ্তানি প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই স্থল বন্দরগুলো ছুটির মধ্যেই খোলা রাখার দাবি জানিয়ে আসছিল।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহের মাধ্যমে মূল্য স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।