আমাদের কথা খুঁজে নিন

   

স্থল বন্দরগুলো ঈদ পর্যন্ত নিরবচ্ছিন্ন খোলা

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড ও স্থল বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি নিরবচ্ছিন্ন রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯ জুলাই শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে। 
বাংলাদেশ-ভারত স্থলবন্দরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বেনাপোল। এছাড়া আরো ডজনখানেক স্থল বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি চলে।
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বেশ কিছুদিন আমদানি-রপ্তানি প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই স্থল বন্দরগুলো ছুটির মধ্যেই খোলা রাখার দাবি জানিয়ে আসছিল।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহের মাধ্যমে মূল্য স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.