জীবন যেখানে স্তব্ধ হয়ে আছে তুমি আসবে বলেই গঞ্জের হাটে গিয়েছি কিনে এনেছি হাজার রং এর চুড়ি তুমি আসবে বলেই লাল ফিতা আর টিপ কিনেছি হৃদয়ের সব ভালো লাগা দিয়ে সাজাব তোমায় তুমি আসবে বলেই সাগর এ ডুব দিয়েছি নিয়ে এসেছি মুক্ত , ঝিনুক এর বুক চিরে তুমি আসবে বলেই ফুলের বাগান করেছি ভালবাসার আঙ্গিনা সাজিয়েছি হাজার ফুলে তুমি আসবে বলেই চাঁদের কাছে হাত পেতেছি জোত্স্না দিয়ে সাজিয়েছি রাত আজ আমার কাছে চুড়ি আছে লাল ফিতা , লাল টিপ আছে আছে হাজার মুক্তার মালা নানা রং এর ফুল আছে আছে জোত্স্নার মায়াবী ভালবাসা শুধু তুমি নেই পাশে আমার হয়ে শুধু তুমি এলেনা , এলেনা আমার স্বপ্ন দেখতে তুমি এলেনা সব আয়োজনকে পূর্ণতা দিতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।