যে মুখ নিয়ত পালায়......। । সরকারের রাতের আধাঁরে এমন হেফাজতিদের মারা ঠিক হয় নাই। আস্তিক হোক, নাস্তিক হোক, কওমী হোক, আলিয়া হোক কাউকেই তো এভাবে বিনা বিচারে মারার কোন বিধান নেই। যদি তারা নাশকতা করছিল তাহলে আইন মত ব্যবস্থা নিতেন।
গুলি করে মানুষ মারাটা অসমর্থন করলাম।
- চুপ! তুই তুই তুই মানবতাবাদী। মানবতাবাদীদের কথা শুনলে গা গুলায়.........তোরা...(ছাপার অযোগ্য)
শফি হুজুর করছে টা কি? কওমী মাদ্রাসার গরিব ছেলেমেয়েদের মিথ্যা কথা বলে আনা হইছে। এরা আসছে। স্লোগান দিছে।
বক্তব্য দিয়া এদের উত্তেজিত করা হইছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের কথা বলা হইছে। কিন্তু নিরাপত্তার কথা বলে যে শফি সাহেব আসলেন না? এটা কী রকম হল? তার তো অন্তত আসা উচিত ছিল। অথবা এদের সমাবেশ শেষে বাড়ি যাওয়ার কথা বলা উচিত ছিল। এদের রেখে , নিজে না এসে, এই যে অনেক লোকরে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, এর দায়ভার কি তার উপর বর্তায় না?
-চুপ! শফি হুজুরের বিরুদ্ধে কথা কস! তুই তুই তুই নাস্তিক।
নাস্তিকরা ক্যান দরদ দেখায় আমরা বুঝি......তোদের...(ছাপার অযোগ্য)
খালেদা জিয়া একজন বিচক্ষণ নেত্রী হইয়া কীভাবে এই সমাবেশ বা এই অবস্থান রে সমর্থন দিলেন? তিনি চাইছিলেন হেফাজতের ঘোড়ায় চড়ে ক্ষমতায় যাবেন? কিন্তু একবার ও ভাবলেন না বিপুল সংখ্যক মাদ্রাসার ছোট ছোট ছেলেমেয়েদের কথা। যারা বুঝে না বুঝে এখানে এসেছে। শুধু ক্ষমতার জন্য সমর্থন দিয়ে গেলেন? তার উপর কি এই মৃত্যুগুলোর দায় বর্তায় না?
-চুপ! আওয়ামিলীগের চামচা। ভারতের দালাল। তোদের চেনা আছে।
আওয়ামিলীগ যা করবে তাই তোদের কাছে ভাল...তোরা...(ছাপার অযোগ্য)
শেখ হাসিনা কে বলা হয় শুনেছি ডটার অব পিস। তিনি অনেক বিচক্ষণ নেত্রী। বঙ্গবন্ধু কন্যা। তিনি কী পারতেন না একটু শান্তিপূর্ন ভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে? হেফাজত কে কুটনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করতে আওয়ামিলীগ কি পারত না? সেক্যুলার দল হয়ে তারা হেফাজতের আন্দোলনের মুখে ব্লগার গ্রেফতার ইত্যাদি না করলে হয়ত বিষয়টা এত বড় হত না। কিংবা আরো কোনভাবে কি এদের নিয়ন্ত্রণ করা অসম্ভব ছিল? গুলি ছুঁড়তে হবে কেন? দেশে আইন আছে, আদালত আছে।
- চুপ! ছাগুদের মত কথা বলতেছ মিয়া তুমি। জাতীয়তাবাদী ছাগুদের মত ঘুরায়া পেচায়া কথা কয়...এরকম কত ছাগুরে......(ছাপার অযোগ্য)
--পরিস্থিতি এখন এমনই। পুরোটাই ছাপার অযোগ্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।