আমাদের কথা খুঁজে নিন

   

ছাপার অক্ষরে আমার প্রথম লিখা



এত দিন আমার ব্লগ পড়ে নিস্চই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে ছেলেটার লিখার হাত এও ভালো তারপরও ছেলেটা কেনো নোবেল প্রাইজ পায় না হেঃ হেঃ হেঃ। আজকে আমি আপনাদের আমার প্রথম লেখা ছাপানোর গল্প শুনাবো। সবে তখন এসএসসি শেষ করছি। পাড়ার পোলাপাইনরা মিইল্লা ঠিক করলো যে ম্যাগাজিন বাইর করবো। কমিটি গঠন করা হইলো।

সেই কমিটির একজন সন্মানিত সদস্য নির্বাচিত হইলাম আমি । দায়িত্ব ভাগাভাগি করা হইলো। এক বন্ধু কয় যে দোস্ত কমিটির পোলাপাইন যদি লেখা না দেয় তাইলে কেমন দেখায়। এক কাজ কর তুই কমিটির পক্ষ হইয়া একটা লেখাদে। আমার তো মাথায় হাত, কয় কি বেটায়।

চলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।