আমাদের কথা খুঁজে নিন

   

ছাপার অক্ষরে চিৎকার...

আমি উঠে এসেছি সৎকারবিহীন
তোমাদের অস্বীকার করছি; মেরুদন্ডহীন প্রাণীরা, অস্বীকৃতি জানাচ্ছি তোমাদের। কার ইশারায় ওঠো-বস-দ্যাখো-শোনো, লোভে-ক্ষোভে-শোকে গুনে যাও সময়ের সেলাই? কিসের অবিশ্বাসে মাটি আঁকড়ে পুজো দাও সূর্যকে? ধুলো জড়িয়ে থাকো কুৎসিত প্রার্থনায়? তোমরা সম্ভাবনাকে ডেকেছ অদৃষ্ট; মৃত্যুকে ডেকেছ নির্বাণ; প্রণয়কে দেখেছ নীল, হৃৎপিন্ডকে ডেকেছ প্রাণ। এই নিস্প্রাণ গ্রহের কোটি অণুজীবে ঘৃণায় পচন ধরায় তোমাদের শরীরে; অরণ্য দেয় সর্বনাশের অঙ্গীকার; প্রতিটি জলের গভীরে জমে তোমাদের পাপ; বাতাসে ভাসে বন্ধাত্যের শীষ; আলোর গল্প আছড়ে পড়ে বারবার। যকৃত শুকিয়ে যায় প্রত্যহ, নৈঃশব্দের তীর ওষ্ঠে গাঁথে; অন্যজীবনের অভিশাপে চোখে অন্ধত্ব এঁটে বসে, বিষবৃক্ষের শেকড় গেঁড়ে বসে মগজের গভীরে। অবিশ্বাসের মুখ খোলো নি? মিথ্যেকে মিথ্যে দ্যাখো নি? শোনো নি নির্বোধের অট্টহাসি, মৃতদের আর্তচিৎকার? শুধু প্রবল আত্মবিশ্বাসে চেতনায় আবাদ করে গেছো অবক্ষয়! আমি সবকিছু বলে যাবো, বলে দেবো সব। আমাকে থামাতে দুঃস্বপ্ন দেখাতে পারো; কল্পনার পলিমাটিতে কংক্রীট গড়ে দিতে পারো; মেরে ফেলতে পারো; মাটির দশ হাত গভীরে পুঁতে ফেলতে পারো; কন্ঠ চেপে ধরতে পারো আমার। তবুও সমস্ত লোকজ বিশ্বাস আছড়ে, ভেঙ্গে, মাড়িয়ে...... তোমাদের অস্বীকার করে যাবো; মেরুদন্ডহীন প্রাণীরা, অস্বীকৃতি জানাব তোমাদের। 4:33 AM June 22, 2010
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।