শপিংয়ে বেরিয়েছেন সাকিব আল হাসান। শাড়ি নয়, বললেন অন্য কিছু কিনতে গেছিলেন। এখন তাঁর ঘরে ফেরার প্রতীক্ষা। ভাল একটা ক্রিকেটীয় স্মৃতি রেখে ফিরেতে চান। আর সেটা যদি হয় চিপকে...
প্রশ্ন: ইলিশ মাছ উঠেছে তো!
সাকিব: জানি না।
প্র: কেন, জানেন না কেন?
সাকিব: জানব কী করে? দু’মাস ধরে তো দেশের বাইরে পড়ে আছি। পরশু ফিরে গেলে বুঝব।
প্র: ট্রফি জিতলে ওটা তো তরশু হয়ে যাবে। পরশু তখন কলকাতায় সংবর্ধনা।
সাকিব: (কোনও মন্তব্য নেই)।
প্র: কী মনে হচ্ছে, ফাইনালে কী হবে?
সাকিব: ফাইনালে লড়াই হবে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলের সঙ্গে আইপিএলে সবচেয়ে ভাল রেকর্ড থাকা দলের।
প্র: এটা জানতে চাইছি না। আপনি তো কাগজে লেখেন। প্রিভিউ লিখলে কী লিখতেন?
সাকিব: ওরে বাবা। এ সব বলা খুব কঠিন।
তবে ওদের ওপর এক্সপেকটেশন অনেক বেশি, সেটা আমাদের একটা সুবিধে। আমরা গোটা সিজন ভাল খেলেছি। ওরা শেষ দিকটা ভাল খেলছে। আমার মনে হয় আমরা যদি নিজেদের খেলাটা ধরে রাখতে পারি, ট্রফি আমাদের দিকে না আসার কোনও কারণ নেই।
প্র: এই ফাইনালটা কি আসলে স্নায়ুর লড়াই?
সাকিব: হ্যাঁ, নার্ভ তো একটা ফ্যাক্টর হবেই।
ফাইনালে যারা নার্ভ সামলাতে পারবে তাদের সমস্যা কম হবে।
প্র: ধোনির ক্যাপ্টেন্সি কেমন লাগে?
সাকিব: ধোনি প্রচুর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়। ওর ভাগ্যটা ভাল, সে সব সিদ্ধান্ত খেটেও যায়। একই সঙ্গে আমি বলতে চাই ধোনির গেম রিডিংটা খুব ভাল। মাথা ঠান্ডা।
ঠান্ডা মাথায় প্রচুর ম্যাচ বার করে নেয়। আমি ধোনির ক্যাপ্টেন্সিতে খেলিনি। ওর ক্যাপ্টেন্সিতে খেললে আরও ভাল বলতে পারতাম।
প্র: আর গম্ভীর?
সাকিব: খুব আক্রমণাত্মক। সামনে থেকে পারফরম্যান্সের মাধ্যমে নেতৃত্ব দেয়।
প্র: কালকের ম্যাচে আপনার ভূমিকা?
সাকিব: চার ওভার ঠিকঠাক বল করতে হবে। আর ব্যাটিংয়ে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।
প্র: বাংলাদেশে আইপিএলের জনপ্রিয়তা কেমন?
সাকিব: যখন আমরা খেলি তখন লোকে ম্যাচ দেখে। ওদের ইন্টারেস্ট থাকে। বাংলাদেশের প্লেয়ার না খেললে অতটা থাকে না।
প্র: তামিম ইকবালকে একটাও ম্যাচ পুণে খেলায়নি দেখে অবাক হয়েছেন?
সাকিব: ক্যামনে ও ম্যাচ খেলেনি আমার অবাক লাগে। পুণে টিমে যারা খেলল তাদের কারও চেয়ে ও খারাপ নয়।
প্র: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্ভবত শেষ আন্তর্জাতিক উইকেট আপনার নেওয়া।
সাকিব: ও ভাবে ভাবি না। সব উইকেটই সমান।
প্র: আইপিএলে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত?
সাকিব: এখনও আসেনি। যেন কাল আসে। ইনশাল্লাহ!
http://www.anandabazar.com/27khela6.html ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।